শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যের নির্বাচনবিষয়ক কমিশন হ্যাক হয়েছিল

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১০, ২০২৩
news-image

অনলাইন ডেস্ক:
হ্যাকিংয়ের শিকার হয়েছিল যুক্তরাজ্যের নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থা ‘দ্য ইলেকটোরাল কমিশন’। দুই বছর আগে হওয়া হ্যাকিংয়ে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ মেইল, ভোটার উপাত্তের নাগাল পেয়েছিলেন হ্যাকারেরা।

গত মঙ্গলবার এ তথ্য জানায় ইলেকটোরাল কমিশন। প্রতিষ্ঠানটি জানায়, ২০২১ সালের এ ঘটনা তারা গত বছর উদ্‌ঘাটন করতে পেরেছে। তবে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শন ম্যাকনেলি বলেন, ‘ঠিক কোন ধরনের ফাইলে হ্যাকাররা ঢুকতে পেরেছিল বা আদৌ পেরেছিল কি না, সেই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।’

এদিকে গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে, যুক্তরাজ্যের চার কোটি ভোটারের তথ্যভান্ডারে চালানো সাইবার হামলার কোনো কুলকিনারা এক বছরেও করা যায়নি। এ ঘটনায় জনগণের কাছে ক্ষমা চেয়েছে ইলেকটোরাল কমিশন।

এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়া হস্তক্ষেপের বিষয়ে পশ্চিমা দেশগুলোর কাছে নির্বাচনী ব্যবস্থার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

২০২০ সালে যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি কমিটি জানিয়েছিল, স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ২০১৪ সালে অনুষ্ঠিত গণভোটেও রাশিয়া হস্তক্ষেপ করেছিল।

আর পড়তে পারেন