শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৪, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :
যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরে সীমান্ত নিয়ন্ত্রণরেখায় সোমবার আবারো হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনার পর ভারতীয় বাহিনীর পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে জানানো হয়।

সোমবার সকাল পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছে। তবে এতে কতজন হতাহত হয়েছে জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, জম্মু-কাশ্মীরের আখনুর এলাকার নিয়ন্ত্রণরেখার রোববার গভীর রাত থেকেই ভারী গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। পরে সোমবার সকালে ভারতীয় বাহিনী এর পাল্টা জবাব দেয়। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লে. কর্নেল দেবেন্দ্রর আনন্দ বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আজ ভোররাত ৩টা পর্যন্ত সীমান্ত এলাকায় ভারী গোলাবর্ষণ করেছে। পরে ভারত ভোর সাড়ে ৬টার দিকে এর পাল্টা জবাব দেয়।

আর পড়তে পারেন