শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যৌতুক মামলায় বরখাস্ত হলেন সহকারী পুলিশ সুপার

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৯, ২০২৩
news-image

অনলাইন ডেস্ক:

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কুড়িগ্রামের রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দিনকে। তিনি কুড়িগ্রামের রৌমারী সার্কেলে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে তার বরখাস্তের বিষয়টি এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুড়িগ্রাম জেলার রৌমারী সার্কেল সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রী রিফাত জাহান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২২ সালে ২ অক্টেবর আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। পরে ২০২২ সালের ১০ নভেম্বর আদালত এ মামলায় তার বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অভিযোগ গঠন করেন। তাই চাকরিবিধি অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সোহেল উদ্দিন বাংলাদেশ সার্ভিস রুলস (বি.এস.আর) পার্ট- ১ বিধি-৭১ মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তার বিরুদ্ধে জামিন নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয়। তবে ইতোমধ্যে পূর্ণ বেতন-ভাতা গ্রহণ করে থাকলে তা সমন্বয় করতে হবে বলে নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে রৌমারী সার্কেল সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।তবে কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রুহুল আমীন বলেন, সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিনের বিষয়ে শুনেছি। এখনও কোন সরকারি আদেশ আমরা হাতে পাইনি। তিনি এখন একটি ট্রেনিং এ ঢাকায় রয়েছেন। শীঘ্রই তিনি নিজ কর্মস্থলে ফিরবেন।

আর পড়তে পারেন