শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘রাজধানীতে ৩ বছরের বেশি থাকা শিক্ষকদের বদলি করা উচিৎ’:প্রধান বিচারপতি

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৭, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানী ঢাকার সরকারি বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা ৩ বছরের বেশি সময় ধরে আছেন, তাদের বদলি করার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ রোববার (২৭ মে) সরকারি বিদ্যালয়ের শিক্ষককে বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে এ কথা বলেন তিনি।

কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষককে বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি। এ মামলার শুনানির এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিং বাণিজ্য করছেন।

এসময় প্রধান বিচারপতি বলেন, তিন বছর পর পর তো শিক্ষকদের বদলি করার কথা। তাহলে এর জন্য মন্ত্রণালয়-অধিদপ্তর দায়ী। ঢাকার সরকারি বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা ৩ বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।

আর পড়তে পারেন