বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মক্কায় কুমিল্লা-ফেনি ও বি বাড়িয়ার হজযাত্রীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা আল-মোকাররমায় কুমিল্লা-ফনি ও বি বাড়িয়ার আরও তিন হজযাত্রী মারা গেছেন।

সোমবার এই তিনজন মারা যান। মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।

নিহত হজযাত্রীরা হলেন- ফেনীর পরশুরাম উপজেলার আবদুল মতিন ভূঁইয়া বাড়ির জামাল উদ্দিন ভূঁইয়া (৭৪), পাসপোর্ট নম্বর বিআর ০৬৩৮৯৩২; ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুরাইয়া আক্তার (৬২), পাসপোর্ট নম্বর বি কে ০৬০৬৫৮৬ ও কুমিল্লার হোমনা উপজেলার চান্দের চর চেয়ারম্যান বাড়ির জয়নাল আবেদীন (৭০), পাসপোর্ট নম্বর বিআর ০১৮৯৯০০।

মক্কায় বাংলাদেশ হজ অফিস সূত্র জানায়, চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত মক্কা নগরীতে ১৩ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে দুজন নারী ও ১১ জন পুরুষ।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৭১ হাজার ৩১০ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন তিন হাজার ২২৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৬৮ হাজার ৮৪ জন। আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আর পড়তে পারেন