শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাতের আধাঁরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন তরুণরা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৮, ২০২০
news-image

 

শাহাদাত বিপ্লবঃ

রাতের আধাঁরে গরীব ও অসহায় মানুষদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামের আদর্শ ছাত্র ও সমাজকল্যাণ পরিষদের তরুণরা। এলাকার বিভিন্ন বিত্তশালী ও প্রবাসীদের থেকে অর্থ সংগ্রহ করে তারা গরীবদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেন তারা।

জানা যায়, বিগত কয়েকদিন ঐ এলাকার ৫৫ জন গরীব, দুঃখীদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তারা। এছাড়াও সংগঠনটি বিভিন্ন সময় শিক্ষা উপকরণ প্রদান, গরীব-দুঃখীদের মাঝে কম্বল বিতরণ সর্বোপরি অসহায়দের মাঝে চাল, ডাল, পেয়াজ, লবন, আলু ইত্যাদি প্রদান ক‌রে আসছে।

সংঠনটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন শান্ত বলেন, আমি বিশ্বাস করি,মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার এখনই উপযুক্ত সময়। দুঃসময়ে মানুষের মঙ্গলে সর্বদা পাশে থাকবো ইনশাআল্লাহ্।

সংগঠনের প্রধান উপদেষ্টা মাইনুদ্দীন রাকিব বলেন, মানুষ মানুষের জন্য। এটাই হবে আমাদের সংগঠনের নীতিবাক্য। সংগঠনের সাধারণ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন-আদর্শ, শ্রম ও উদ্দমী মননশীলতা দিয়ে তোমারা এ সমাজে দৃন্তান্ত স্থাপন করবে।এ সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে।

আর পড়তে পারেন