রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রিয়াদে সিলেট বিভাগ প্রবাসী পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০২২
news-image

 

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়:

রিয়াদে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিত্বকারী অন্যতম সংগঠন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) রিয়াদের একটি রেষ্টুরেন্টে পরিষদের সভাপতি ইব্রাহিম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন তফাদারের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক্বারী শাহাব উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার ফারুক আল মামুন। পরিষদের উপদেষ্টা আব্দুল আজিজ মাসুক ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওলীউর রহমান মানিকের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত মাহফিলে লাইলাতুল ক্বদর এর গুরুত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন খেলাফত মজলিশ রিয়াদ মহানগরীর সভাপতি মাওলানা আবুল হুসেন।

এতে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা আবুল খায়ের বাচ্চু, উপদেষ্টা মামুনুর রশিদ, আলতাফ হুসেন বাবুল, ইরশাদ আলী ও আলিম উদ্দিন মাহমুদ। সঙ্গীত শিল্পী আমিনুর রহমানের হামদ নাতে মনমোগ্ধকর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জালালাবাদ এসোসিয়েশন রিয়াদ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হুসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক শাখার সভাপতি আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার এসোসিয়েশন রিয়াদ এর সভাপতি ইঞ্জিনিয়ার কাওছার আহমদ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, ঢাকা সমিতির সাধারণ সম্পাদক গাজি সাইদুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, জালালাবাদ এসোসিয়েশন এর প্রাক্তন উপদেষ্টা তজম্মুল আলী চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুজ্জামন সুমন, আনজুমানে আল ইসলাহ রিয়াদ সেন্ট্রাল কমিটির উপদেষ্টা মাওলানা মতিউর রহমান, কুলাউড়া প্রবাসী পরিষদের সহ সভাপতি প্রকৌশলি শিবলু আহমদ, রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর সভাপতি মসিই সিরাজ, রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর প্রতিষ্ঠাতা সভাপতি, মোহনা টিভির সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিষদের সিনি: সহ সভাপতি সাইদ আলী খাঁন, সহ সভাপতি আব্দুল মালিক জাবের, মাওলানা এখলাছুর রহমান ও খালেদ শাহবুদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল জলিল, অর্থ সম্পাদক কামরুল ইসলাম খাঁন, প্রচার সম্পাদক ক্বারী হাবিবুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মনিম মনি।

অনুষ্ঠানের সমাপ্তিলগ্নে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যান কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ, রিয়াদ সেন্ট্রাল কমিটির প্রধান উপদেষ্টা হাফিজ শফিকুর রহমান।

আর পড়তে পারেন