রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রোববার দিন মাঠে নামছেন সাকিব-জিকোরা, প্রতিপক্ষ আফগানিস্তান

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০২৩
news-image

অনলাইন ডেস্ক:

এটাকে হয়তো ভাগ্যই বলতে হবে। এশিয়া কাপে টিকে থাকতে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ রোববার (৩ সেপ্টেম্বর)। কাকতালীয়ভাবে একই দিন মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দলও।

লড়বে ক্রিকেট দলের প্রতিপক্ষ আফগানিস্তানের সাথেই। ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচটি এক দিন পরে হওয়ার কথা থাকলেও আফগানিস্তান ফুটবল দলের অনুরোধে এক দিন এগিয়ে আনা হচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে এমনিতেই দুটি প্রীতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। ৪ ও ৭ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস ফুটবল দলের মাঠ কিংস অ্যারেনায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা। সিরিজের প্রথম ম্যাচটি এক দিন এগিয়ে আনা হয়েছে। ফলে বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেক এক দিন আগেই (৩ সেপ্টেম্বর) হচ্ছে৷

আফগানিস্তান সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলতে চায়। তারা বাংলাদেশকে আগেই জানিয়েছিল দুই ম্যাচের একটি ফিফা উইন্ডোর বাইরে খেলতে। বাংলাদেশে আসার পরেও তারা এটি জানিয়েছে। আফগানিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে বাফুফে, ফিফা ও এএফসির কাছে আবেদন করে। এএফসি আজ সেই আবেদন মঞ্জুর করায় ফিফাও অনুমোদন দিয়েছে।

ম্যাচটি এক দিন এগিয়ে আসায় আন্তর্জাতিক স্বীকৃতি থাকলেও রেটিং কিছুটা কমছে। ফিফা উইন্ডোর মধ্যকার ম্যাচের ফল র‌্যাংকিংয়ে যেভাবে প্রভাব ফেলে উইন্ডোর বাইরের ম্যাচে ততটা পড়ে না। আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলে ফিলিপাইনের উদ্দেশে রওনা হবে।

প্রথম ম্যাচের দিন এগিয়ে আসলেও সময়সূচি অবশ্য ঠিকই রয়েছে। বিকেল ৫টায় কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি স্পোর্টসের সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।

আর পড়তে পারেন