শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে নাশকতার অভিযোগে ৩ শিবির নেতা আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৮, ২০১৮
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ
গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার অভিযোগে ৩ শিবির নেতাকে আটক করে লাকসাম থানা পুলিশ শুক্রবার উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বেতিহাটি গ্রামের সাবেক মেম্বার আবদুর রহিমের বাড়ি থেকে জিহাদী বইসহ বৈঠক চলা অবস্থায় ওই ৩ জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন উপজেলা ছাত্রশিবিরের সহ-সভাপতি ও খিলা ইউনিয়ন শিবিরের সভাপতি, গোবিন্দপুর ইউনিয়ন তাহেরপুর গ্রামের মোখলেছুর রহমানের পুত্র আবদুল্লাহ আল মামুন (২২), আজগরা ইউনিয়নের আশকান্তা মুন্সিবাড়ীর সেলিমুর রহমানের পুত্র আবদুস সালাম (১৯), প্রচার সম্পাদক গোবিন্দপুর গ্রামের হারুন রশিদের পুত্র মাসুম বিল্লাহ (১৯)।

পুলিশসূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বেতিহাটি গ্রামের আবদুর রহিম মেম্বারের বাড়ীতে বসে নাশকতা সৃষ্টির লক্ষে গোপন বৈঠকের খবর পেয়ে লাকসাম থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

পুলিশের উপ-পরিদর্শক সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থান থেকে জিহাদী বইসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকীরা পালিয়ে গেছে। মোট ৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আটককৃতদের শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আর পড়তে পারেন