বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

‎লালমাইয়ে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৮, ২০২৫
news-image

‎‎খান মোহাম্মদ রুবেল হোসেন:

‎”আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্য নিয়ে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক “জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫” উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
‎‎
‎জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মো: এনামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: শাহিন হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম,উপজেলা আইসিটি অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্য দপ্তর প্রধানগন।

‎এসময় আরো উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকা নির্বাহী সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক ভোরের কথা পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম রকিব সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুবিধাভোগী বিভিন্ন ইউনিয়নের মাতৃত্ত্বকালীন ও গভর্বতী মহিলাগন।
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা সহকারী অফিসার মোঃ তাজুল ইসলাম।

আর পড়তে পারেন