লালমাইয়ে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

”আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্য নিয়ে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক “জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫” উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মো: এনামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: শাহিন হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম,উপজেলা আইসিটি অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্য দপ্তর প্রধানগন।
এসময় আরো উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকা নির্বাহী সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক ভোরের কথা পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম রকিব সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুবিধাভোগী বিভিন্ন ইউনিয়নের মাতৃত্ত্বকালীন ও গভর্বতী মহিলাগন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা সহকারী অফিসার মোঃ তাজুল ইসলাম।