বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমাই পাহাড়ের চূড়ায় এতিম শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৪, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লালমাই পাহাড়ের চূড়ায় ৫৭০ ফুট ওপরে এতিমখানায় শিশুদের নিয়ে শুরু হয়েছে আদিনামুড়া দারুল কোরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষা কার্যক্রম।

হাফেজিয়া মাদরাসা, মেহমানখানা ও এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া শিক্ষা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রদের বিনামূল্যে লেখা-পড়াসহ চিকিৎসাসেবা সহায়তা প্রদান করার ঘোষণা দেন। তবে মাদরাসায় আরবি ছাড়াও ইংরেজি শিক্ষার ব্যবস্থা রাখা হবে।

এ ছাড়া মেধাবী ও আর্থিক অসচ্ছল ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে লেখা-পড়া করার সুযোগ দেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলার বিশেষ সুযোগ -সুবিধা থাকবে। থাকবে কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে বাচ্চাদের প্রতিযোগিতা।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন আদিনামুড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আল্লামা হযরত মাওলানা আফজাল হোসেন নূরী।

আর পড়তে পারেন