মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লায়ন ক্লাব অব কুমিল্লার আয়োজনে আলোচনা সভা ও সংবর্ধনার অনুষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৮, ২০১৭
news-image

 

বিশেষ প্রতিনিধিঃ

বিশ্বের সর্ব্বৃহৎ আন্তর্জাতিক সেবা সংস্থা।  যার শিকড় বিশ্বের প্রায় সকল প্রান্তে বিস্তৃত। বিশ্ববাসীকে আকৃষ্ট করা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রথমে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৭ সালের ৭ জুন যুক্তরাষ্ট্রে। লায়ন্স ক্লাব অব কুমিল্লা দীর্ঘদিন যাবৎ কুমিল্লায় বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম করে আসছে।

গত বৃহষ্পতিবার  লায়ন্স ক্লাব অব কুমিল্লার আয়োজনে কুমিল্লার নগরীর বাদুরতলা হোটেল সিল্ভার স্পুনে ক্লাব প্রেসিডেন্ট ও জেলা গভর্নরের উপদেষ্ঠা লায়ন আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুল সেলিম এর সভাপতিত্বে লায়ন্স ক্লাব ইন্টান্যাশনাল জেলা ৩১৫ বি-৩ এর ২য় ভাইস গভর্নর আলহাজ্ব মোঃ আবদুল হক এর উপস্থিতিতে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন আলহাজ্ব মোঃ আবদুল হক।

এসময় উপস্থিত ছিলেন জেলা গভর্নরের উপদেষ্টা লায়ন কে এম দত্ত, সেক্রেটারী লায়ন দেলোয়ার হোসেন চৌধুরী, ট্রেজারার মোঃ সাইদুল ইসলাম ভূঁইয়া, লায়ন স্বপন কুমার ভৌমিক, লায়ন আব্দুল হালিম, জাতীয় দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক, কবি ও লেখক মোঃ আবদুল আউয়াল সরকার। লায়ন সুভাস নন্দি, লায়ন অধ্যক্ষ কবির আহমেদ, লায়ন প্রফেসর সালমা আক্তার, লায়ন আতেয়ার জাহান ভূঁইয়া, লায়ন মোঃ রেজাউল করিম, লায়ন মোঃ জসিম উদ্দিন, লায়ন কালি প্রসন্ন রায়, লায়ন মোঃ মাইনুল হাসান, লায়ন রেজাউল করিম, লায়ন চেমন চৌধুরী প্রমুখ। উক্ত অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন লায়ন অধ্যাপক আলী আহসান টিটু।

আর পড়তে পারেন