শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লোডশেডিংয়ে ভোগান্তিতে নবীনগরের মুসল্লিরা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩০, ২০১৭
news-image

 

মোঃ দেলোয়ার হোসেন,নবীনগর :
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ, শ্যামগ্রাম ও ছলিমগঞ্জ ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ ও মুসল্লিরা পবিত্র মাহে রমজানে প্রথম তারাবি থেকেই নামাজের সময় লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়েছে। নামাজ শুরুর আধা ঘণ্টা পূর্বে বিদ্যুৎ চলে যায় এবং নামাজ শেষ হওয়ার পর  ফিরে আসে।

পুরো তারাবি  নামাজের সময় বিদ্যুৎ না থাকায় মসজিদে মসজিদে মুসল্লিদের অনেকে প্রাথমিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন । এ ছাড়াও রাতভর প্রতি ঘণ্টায়-ঘণ্টায় বিদ্যুতের লুকোচুরি চলতেই থাকে।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবীনগর জোনাল অফিসের ডিজিএম নীল মাধব বনীকদৈনিক আজকের কুমিল্লা বলেন , চাহিদার তুলনায় বিদ্যুৎ পাচ্ছি দুই তৃতীয়াংশ। ইফতারিতে যারা বিদ্যুৎ পেয়েছেন তারা আবার বিদ্যুৎ পাবেন সেহেরীতে অর্থাৎ ইফতার ও সেহেরীতে যারা বিদ্যুৎ পাবে তারা তারাবিতে  বিদ্যুৎ পাবে না। রমজান মাস জুড়ে এভাবেই শিডিউল করা আছে। তবে সরবরাহ বেশি পাওয়া গেলে একই সাথে উপজেলা জুড়ে বিদ্যুৎ থাকবে।

 

 

আর পড়তে পারেন