শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তিতে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা হয়রানি মামলার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১০, ২০১৮
news-image

 

শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে চোরকে হাতে নাতে আটক করায় স্থানীয় এক ইউপি সদস্যকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে শাহরাস্তি উপজেলা মেহার উত্তর ইউনিয়নে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ওমর ফারুক দেওয়ানের বিরুদ্ধে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও ইউপি সদস্য ফারুক দেওয়ান জানান, গত ২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে কাঁকৈরতলা বাজারে আমার ব্যবসায়ী মায়ের দোয়া গ্যাস এন্ড ইলেকট্রিক হাউজের ভিতরে ২ জন চোর অবস্থান করেন। একজন বাহিরে চুরিকৃত দোকানের মালামাল নিয়ে অপেক্ষা করছে। আমি তাৎক্ষণিক তাদেরকে দু’জনকে দু’হাতে আটক করি। ওই সময় একজন মাল সহকারে দৌড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আমার ডাক চিৎকারে শতাধিক উৎসুক জনতা এসে তাদের কে মারধর করে। আমি তাদেরকে উদ্ধার করে একটি রুমের মধ্যে জনতার হাত থেকে উদ্ধার । পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তিনি আরও বলেন,তারা আমার পাশ^বর্তী কমপিউটার প্রশিক্ষণ ও মোবাইল সার্ভির দোকান থেকে নগত ৪০ হাজার টাকা, আমার দোকান থেকে নগদ প্রায় ২০ হাজার টাকা দোকানের তালা কেটে নিয়ে যায়। আমার পাশ^বর্তী দোকানের সিসি ক্যামরায় চুরির ঘটনার ভিডিও ধারণ রয়েছে। এলাকার কিছু দুষ্কৃতিকারী আমার সম্মান হানির জন্য সংবাদকর্মীদের ভূল তথ্য দিয়ে আমাকে হেয় পতিপন্ন করছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা এ ধরণের ঘৃন্য কাজে জড়িত তা সমাজের সবাই তাদের কর্মকান্ড সর্ম্পকে অবহিত। আজকে চোরের বিচার না করে চোরের পক্ষ নিয়ে তাদের দিয়ে মিথ্যা মামলা করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আদালত থেকে আগাম জামিন নিয়ে এসেছি। আমি জনগণের কল্যাণের জন্য নির্বাচন করেছি। একটি মহল যারা নির্বাচনে পরাজিত হয়ে আমার এলাকার উন্নয়ন কর্মকান্ডে ধারাকে নষ্ট করতে তারা চোরের পরিবারের সাথে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা হয়রানি মূলক মামলা করছে। আগামী দিনে এলাকার জনগণকে সাথেনিয়ে এসকল অশুভ শক্তির বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানাচ্ছি।

আর পড়তে পারেন