শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে মালিকদের আহবান জানালেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত

আজকের কুমিল্লা ডট কম :
মে ১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

মহান মে দিবস উপলক্ষে চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে চান্দিনা উপজেলা শ্রমিকলীগ। মঙ্গলবার (১ মে) বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আলোচনা সভাটি জনসভায় পরিণত হয়।

প্রধান অতিথি বলেন- ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ক্ষেত্রে শ্রমিকদের অংশগ্রহণ অস্বীকার করার সুযোগ নেই।’ প্রধান অতিথি এসময় শ্রমিকদের ন্যায্য মজুরি, বেতন প্রদানে মালিক পক্ষের প্রতি আহবান জানান। তিনি এসময় শ্রমিকদের ছেলে-মেয়েদের ৮ম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে লেখাপড়া করানোসহ পাঁচ দফা দাবির প্রতি দৃঢ় সমর্থন জানান।

উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো.মিজানুর রহমান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে রাখেন বৃহত্তর কুমিল্লা জেলা শ্রমিক লীগ সভাপতি মো. মনির হোসেন ঝান্টু, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, জেলা শ্রমিকলীগ আহ্বায়ক মো. রকিব উদ্দিন রাকিব, সদস্য সচিব শেরে আলম। উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন এর সঞ্চালনায় এতে অন্যদের বক্তৃতা করেন- চান্দিনা পৌর যুবলীগ সাবেক সভাপতি আলহাজ্ব মো. মনির খন্দকার, চান্দিনা উপজেলা শ্রমিকলীগসহ-সভাপতি হাজী মো. রবিউল ইসলাম, মো. সফিকুল ইসলাম, চান্দিনা পৌর শ্রমিক লীগ সভাপতি মো. আলী আশরাফ, অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগসহ-প্রচার সম্পাদক আবুল হাসেম মুন্সী। আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সাঈদ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, জেলা পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সহকারি পিপি এড. শাহজালাল মিঞা শিপন, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।

আর পড়তে পারেন