শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে মাদকমুক্ত সমাজ গড়তে অবদান রাখা ইকবালকে পিটিয়ে গুরুতর আহত

আজকের কুমিল্লা ডট কম :
মে ২০, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মাদকমুক্ত সমাজ গড়তে অবদান রাখা মোঃ ইকবাল হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় একটি চক্র।

শনিবার (১৯ মে) রাত পৌণে ১০ টায় মান্নান সাহেবের চিপস ফ্যাক্টরী থেকে তারাবী নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে বিশ্বরোড হাইওয়ে রোডের পাশে সাহেদ মিয়া, তার ছেলেরাসহ আরো কয়েকজন অর্তকিত হামলা চালিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত আহত করেছে বলে আহতের পরিবার জানায়। ইকবাল এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইকবালের অবস্থা খুবই আশংকাজনক বলে জানা গেছে।

আহত ইকবাল হোসেন উপজেলার উত্তর রামপুর (পুর্বপাড়ার ) মৃত. সফিকুর ইসলাম এর বড় ছেলে।

ইকবালের পরিবার জানায়, ইকবালের অপরাধ হল,সে এলাকায় দীর্ঘ ৪০ বছরের মাদক ও সন্ত্রাস নির্মুল করেছে, সে সমাজের দুখী মানুষের পাশে দাড়াঁয়, সমাজের অসহায় গরীর মেয়ের বিবাহের ব্যবস্থা করে। সমাজে অন্যায় কাজ হতে দেয়না। এলাকায় মাদকমুক্ত করায় এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান তাকে পুরস্কার প্রদান করেছে।

এলাকাবাসী এর সুষ্ঠু বিচার দাবী করেছে। অবিলম্বে হামলাকারিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে জোর বিচারের দাবী করেছেন।

আর পড়তে পারেন