শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে ২৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৬, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ২৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সদর দক্ষিণের চৌয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পিকআপের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার সদর দক্ষিণ থানার কমলপুর (উত্তর পাড়া), ৬ নং পূর্ব জোড় কানন ইউপি গ্রামের জাশেদ আলমের ছেলে মোঃ জাহিদুল ইসলাম জনি (১৯) এবং চৌদ্দগ্রাম থানার পূর্ব সাহাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ সজিব মিয়া (১৯)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন