বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ মোট পাসের হার স্কুল ৮০.২২ মাদ্রাসা ৫২.৪৯

আজকের কুমিল্লা ডট কম :
মে ৬, ২০১৮
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় উপজেলার মোট ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক শিক্ষা বোডের অধিনে ২৪টি ও মাদ্রাসা শিক্ষা বোডের অধিনে ১৭টি৷ এসএসসি ও সমমানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল স্কুল ২৮৫২ জন ও মাদ্রাসা ৮০৪ জন ।

এদের মধ্যে পাস করেছে স্কুল ২২৮৮ জন ও মাদ্রাসা ৪২২ জন। গড় পাসের হার৭৯.৪০ শতাংশ ও ৭০.৮৯। জিপিএ-৫ পেয়েছে ১০৮ ও ০২ জন৷ কারিগরি মোট পরীক্ষার্থী ৯৬ জন পাস ৮৯ জন জিপিএ-৫ পেয়েছে ১৯ জন, পাসের হার ৯২.৭০৷ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে লাকসাম পাইলট হাই স্কুল এবং সবচেয়ে খারাপ করেছে ভাকড্যা হাই স্কুল, মাদ্রাসার মধ্যে ভালো করেছে বিজরা নাজিরিয়া, খারাপ করেছে দোগাইয়ে দাখিল মাদ্রাসা৷ ছাত্র ও ছাত্রীর সংখ্যা আলাদা ভাবে নিরুপন সম্ভব হয়নি৷

এ ব্যাপারে জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল এটা সম্ভব নয় বলে জানান৷ এদিকে মনোহরগজ্ঞ উপজেলা সদরে অবস্থিত মনোহরগজ্ঞ স্কুল এন্ড কলেজের গর্ভনিং বোডির সভাপতি সার্বিক প্রচেষ্টায় ওই বিদ্যালয় থেকে ১৬৬ জন পরীক্ষাথীর মধ্যে ১৩৬ জন যার গড় পাস ৮৩ কৃতকার্য হওয়ায় সকলকে অভিনন্দন জানান৷

আর পড়তে পারেন