শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, ভোগান্তিতে সাধারণ জনগণ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন,নবীনগর :

ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতায় চরম ভোগান্তির শিকার হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বাজারে আগত সাধারণ জনগন।
সরজমিনে দেখা যায়, সলিমগঞ্জ বাজারের ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা নাজুক হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাছাড়া দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ ড্রেনের সংস্কারের অভাবে এ জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। পানি নিষ্কাশনে কর্তৃপক্ষের উদাসীনতা মনোভাবের কারণেই বার বার এই সমস্যার সম্মুখিন হচ্ছেন বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ।
স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ মাইনউদ্দিন আহমেদ (মইন) দৈনিক আজকের কুমিল্লাকে বলেন- শুধু যে অতিবৃষ্টির কারণেই বাজারের ড্রেনের পানি উপচে সড়কের মধ্যে পানি জমে যায় তা নয়, বাজারে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এ জলাবদ্ধতার অন্যতম কারণ। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আলবাহরাইন সুপার মার্কেট হতে সলিমগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত। বাড়াইল সরকারি প্রাঃ বিদ্যালয় হতে আকানগর ব্রীজ, সদর রোড হতে সলিমগঞ্জ বাজার, সরকারি হাসপাতাল রোড, নৌ-পুলিশ ফাঁড়ির ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা হয়ে মাছ বাজার পর্যন্ত।
বাজারের ব্যবসায়ীরা বলেন, জলাবদ্ধাতার জন্য ড্রেনগুলো পানিতে তলিয়ে যাবার কারণে প্রতিনিয়ত অটোরিক্সা, সিএনজি দুর্ঘটনার শিকার হচ্ছে। এ জলাবদ্ধতা নিরসনে জনদুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন সলিমগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

আর পড়তে পারেন