রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল ‘চান্দিনা তরুণ সংগঠন’

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৯, ২০২১
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার দেবীদ্বারে উপজেলার প্রত্যন্ত গ্রাম সুলতানপুরে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবার আয়োজন করে ‘চান্দিনা তরুণ সংগঠণ’ নামে একটি সামাজিক সেবামূলক সংগঠন।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক হাজারেরও বেশি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এসময় হৃদরোগ, মেডিসিন, চক্ষু, দন্ত, চর্ম রোগসহ ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ওই চিকিৎসা সেবা প্রদান করেন।

সংগঠনটির প্রচার সম্পাদক মেহেদী হাসান সিজারের উদ্যোগে এসময় উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, সংগঠনের সভাপতি সফিউল আলম বাসার, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. রায়হান আলম, সহ-সভাপতি আব্দুল কাদের জীবন, সাধারণ সম্পাদক ইঞ্জি. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ হেবজুর রহমান, সহ-প্রচার সম্পাদক রাসেল আহমেদ সুমন, সদস্য মিজানুর রহমান প্রমুখ।

আর পড়তে পারেন