শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সেই প্রতিবন্ধি আরিফকে ” ট্রাই সাইকেল ও নগদ ৪২০০ টাকা” দিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০১৭
news-image

 

শাহাদাত হোসেন:

২০১৭ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে উর্ওীণ হয়েছে আরিফ হোসেন নামে একটি প্রতিবন্ধী ছেলে। পরে তার লেখাপড়ার দায়িত্ব নিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইউসুপ আলী।

ইউএনও স্যারের আর্থিক সহযোগিতায় আরিফ একাদশ শ্রেণিতে ভর্তি হয় মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজে। আরিফ একজন শারীরিক প্রতিবন্ধী। সে স্বাভাবিক চলাচলে অক্ষম। তাই মনোহরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইউসুপ আলী ওই প্রতিবন্ধী ছেলেটাকে একটি” ট্রাই সাইকেল ও নগদ ৪২০০ টাকা প্রদান করেন । এছাড়াও তাকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার শিক্ষা উপবৃত্তির টাকা যাতে সময়মত পায় সে বিষয়টি নিশ্চিত করেন ।

বুধবার তার পরিবারের নিকট সাইকেলটি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাকে ৬ মাসের প্রতিবন্ধী ভাতাও প্রদান করা হয়। আরিফ যাতে প্রতিবন্ধীতার জন্য ভবিষ্যতে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পায় সে বিষয়টিও দেখবেন বলে নির্বাহী অফিসার জানান। বর্তমানে আরিফ বিনা বেতনে কলেজে অধ্যয়নরত ।

আর পড়তে পারেন