বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বপ্ন ও বাস্তবের বিবরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৪, ২০২২
news-image

পিয়াস মজিদ:
স্বপ্নের ভেতর আমি মাঝেমধ্যে
‘কুমিল্লা’ বলে ডেকে ওঠি।
স্বপ্ন ভাঙলে ভাবি
বাস্তব থেকে বহিস্কৃত প্রিয়রাই
স্বপ্নের দখল নেয় একচ্ছত্র।

শাহসুজা মসজিদের চৌবাচ্চায় ঘুরে বেড়ানো
ত্রিপুরার রাজা আর মোগল শাহজাদার মিথের ধারা
পানির পিয়ানো বাজাতে বাজাতে
আমাকে এনে দাঁড় করিয়েছে
এই আগুনের উপকূলে।

কুমিল্লা নাকি একটা পরিত্যক্ত নেশা
তবু যে মাটিতে দাঁড়াই
তা-ই কেন সমতট মনে হয়!
যে মেয়ের কাছে মরতে পারি
সে-ই কেন শান্তি ও সুনীতির শোভা!
যেকোনো সুন্দর কেন
ফয়জুন্নেছার রূপজালালের হ্রদ!

২.
ঘুম ভাঙলে মানুষ
পৃথিবীতে ঢুকে যায়,
বিকিকিনির হাটে
বাজারের ব্যাগ টানে
পৃথিবী নামের বিশাল বাজারটা তখন তার কাছে
কুমিল্লার রাজগঞ্জ বাজার বলে ভ্রম হয়।

আজ মাছ না, কিনতে হবে মশলা;
আসছে রাতে আগত স্বপ্নের রান্নাবান্নায়
স্মৃতি একটি দরকারি মশলা।
স্মৃতির মশলায় চেখে দেখা যাবে
চাঁপাফুলের সুরভি-সন্দেশ;
গা থেকে কেমন একটা
কুমিল্লা কুমিল্লা গন্ধ!

– পিয়াস মজিদ
১৫ এপ্রিল ২০২২
ঢাকা থেকে কুমিল্লার বাসপথে।

আর পড়তে পারেন