রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্মার্ট সমাজ বিনির্মাণে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৮, ২০২৪
news-image

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নকে টেকসই করতে ও স্মার্ট সমাজ বিনির্মাণে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। এ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মগ্রহণ করেন। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ ও নির্যাতিত দুই লক্ষ মা-বোনকে। আমি ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহিদদের স্মরণ করছি। সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

তিনি বলেন, ‘স্মরণ করছি নারী মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীনতার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন; মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সেবা দিয়েছেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

আমার মা বেগম ফজিলাতুন নেছা মুজিব, যিনি সারাজীবন আমার বাবার পাশে থেকে পরামর্শ ও সাহস জুগিয়ে দেশসেবা করে গেছেন, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, ‘‘নারীদেরও পুরুষদের মতো সমান অধিকার এবং তা রাজনীতির ক্ষেত্রেও। আওয়ামী লীগ যেমন অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তেমনি নর-নারীর সমান অধিকারেও বিশ্বাস করে।’’

জাতির পিতা মাত্র নয় মাসেই একটি সংবিধান দিয়েছিলেন। সেই সংবিধানের ২৮- (১)/(২)/(৩)/(৪) অনুচ্ছেদে তিনি নারী অধিকার নিশ্চিত করেছিলেন। মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের পুনর্বাসনের লক্ষ্যে ‘‘নারী পুনর্বাসন বোর্ড’’ গঠন করেছিলেন।’

নারীদের উন্নয়নে বঙ্গবন্ধুর নেওয়া আরও পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘মেয়েদের শিক্ষ অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করেছিলেন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক করেছিলেন, সমাজে সব জায়গায় নারীরা সমান সুযোগ লাভ করে সে ব্যবস্থাও তিনি করেছিলেন। পাশাপাশি চাকরির ক্ষেত্রে নারীদের ১০ শতাংশ কোটা নিশ্চিত করেন। তিনি পাকিস্তানি আইন পরিবর্তন করে জুডিশিয়াল সার্ভিসে মেয়েদের যোগ দেওয়ার সুযোগ করে দেন। রাজনীতিতে নারী নেতৃত্ব গড়ে তোলার জন্য পার্লামেন্টে তাদের আসন সংরক্ষিত করেন। গ্রামের নারীদের স্বাবলম্বী করার জন্য কৃষিভিত্তিক কর্মসূচিও তিনি হাতে নিয়েছিলেন।’

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বলেন, ‘জাতির পিতার নিজের লেখা ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’, ‘‘কারাগারের রোজনামচা’’ এবং ‘‘আমার দেখা নয়াচীন’’ বইয়ে তিনি নারী অধিকারের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তাদের সমস্যা, দুঃখ-কষ্ট সমাধানের কথাও তিনি বলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ‘‘একজন নারী যদি নিজে উপার্জন করে ১০টা টাকাও কামাই করে তার আঁচলের খুঁটে বেঁধে আনে, তবে সংসারে তার গুরুত্ব বাড়ে।’’ এ কথাটা আমি আমার বাবার মুখে বারবার শুনেছি।’

তিনি বলেন, ‘জাতির পিতার আজন্ম সহযোদ্ধা ছিলেন আমার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। একজন সাধারণ বাঙালি নারীর মতো স্বামী-সংসার, আত্মীয়-স্বজন নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। তিনি নিজের জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন দেশ মাতৃকার মুক্তির সংগ্রামে। মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের মহান আত্মত্যাগ সমগ্র নারী জাতির জন্য অহংকারের।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রথম সন্তানের পরিচয়ে বাবার সঙ্গে মায়ের নাম অর্ন্তভুক্তি বাধ্যতামূলক করেছি। জাতীয় সংসদ, শিক্ষা-গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, কূটনীতি, শান্তিরক্ষী বাহিনী, বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী, বিমান পরিচালনা, চিকিৎসা, প্রকৌশলী, ব্যবসা, পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, খেলাধুলা, পর্বতারোহন এবং শিল্প-সংস্কৃতিতিসহ সব ক্ষেত্রে দেশের নারীরা আজ সফলতার সাক্ষর রেখে চলেছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমার দল বাংলাদেশ আওয়ামী লীগেও নারীদের অংশীদারত্ব দেশের অন্যান্য দলের চেয়ে বেশি। মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৬ মাস করেছি। প্রতি ক্ষেত্রে নারী-পুরুষের সম-অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হবে বিনিয়োগ।” প্রতিপাদ্যটি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী। সমগ্র বিশ্বে এখন নারী-পুরুষের সমতা অর্জনের প্রক্রিয়াকে বেগবান করতে নারী ও কন্যা শিশুর দরিদ্রতাকে চিহ্নিত করে নারীকে প্রাতিষ্ঠানিক ও আর্থিকভাবে ক্ষমতায়নের দিকে গুরুত্বারোপ করা হয়েছে। নারীর উন্নয়নে ও ক্ষমতায়নে আমরা বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি।’

তিনি বলেন, ‘নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে আমরা আমাদের বিনিয়োগ বৃদ্ধি করেছি। আমরা ২০২৩-২৪ অর্থবছরে মোট ৪৪টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য পঞ্চদশতম জেন্ডার বাজেট প্রণয়ন করেছি। বাজেটে জেন্ডার সম্পৃক্ত বরাদ্দের পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৮৭ কোটি টাকা। যা মোট বাজেটের ৩৪ দশমিক ৩৭ শতাংশ এবং জিডিপির ৫ দশমিক ২৩ শতাংশ। জেন্ডার বাজেটকে তিনটি থিমেটিক এরিয়ায় ভাগ করে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ বছরের জেন্ডার বাজেটে ‘‘নারীর ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি’’ খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এ খাতে জেন্ডার সম্পৃক্ত মোট বাজেটের ৫৮ দশমিক ৪ শতাংশ, ‘‘উৎপাদন, শ্রমবাজার ও আয়বর্ধক কাজে নারীর অধিকতর অংশগ্রহণ’’ খাতে ৮ দশমিক ১ শতাংশ এবং ‘‘সরকারি সেবা প্রাপ্তিতে নারীর সুযোগ বৃদ্ধি’’ খাতে ৩৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বিনিয়োগ বৃদ্ধি করেছি। অসহায় নারী, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজের অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করেছি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা পাচ্ছেন।’

শেখ হাসিনা বলেন, ‘নারীর অধিকার নিশ্চিত করা এবং তাদের ক্ষমতায়নের দায়িত্ব পালন করতে হবে পুরুষদের। একটি পরিবারে একজন পুরুষ কোনো নারীর স্বামী, কন্যা সন্তানের পিতা, বোনের ভাই। কাজেই পরিবারের নারীদের সুশিক্ষিত করে, স্বাবলম্বী করে তোলার প্রাথমিক দায়িত্ব পুরুষের। সংসারের ঘরকন্নার কাজ শুধু নারীরাই করবে, পুরুষগণ চেয়ে চেয়ে দেখবে এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। পাশাপাশি নারীকেও শিক্ষা গ্রহণ করে স্বাবলম্বী হওয়ার জন্য নিজেদের সচেষ্ট হতে হবে। পরনির্ভরতা হওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। তবেই আমাদের নারীরা সমাজে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির পিতার নির্দেশে নারী অধিকার নিশ্চিত ও মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের পুনর্বাসনের লক্ষ্যে ‘‘নারী পুনর্বাসন বোর্ড’’ গঠন করে নারীদের প্রাতিষ্ঠানিক কর্মে অন্তর্ভূক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়। যা আজকের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’’ হিসেবে কাজ করে যাচ্ছে। জেন্ডার সমতা ভিত্তিক সমাজ ও সুরক্ষিত শিশু- এই লক্ষ্যে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নসহ উন্নয়নের মূলধারায় নারীকে প্রতিষ্ঠার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধসহ নারী ও শিশুর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে গ্রহণ করা হয়েছে সময়োপযোগী বিভিন্ন উদ্যোগ। এ মন্ত্রণালয়ের পাঁচটি উইংস- মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু অ্যাকাডেমি, জয়িতা ফাউন্ডেশন ও ডিএনএ অধিদপ্তরের মাধ্যমে আমরা নারী ও শিশুকে সুরক্ষা বলয়ের আওতায় রেখেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারীর দারিদ্র্য নিরসন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষার জন্য আমরা সময়োপযোগী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে আওয়ামী লীগ সরকার নারী শিক্ষার প্রসার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এর ফলে রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নীতি, আইন প্রণয়ন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ে, সাংবাদিকতা, তথ্য-প্রযুক্তি, শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং খেলাধুলাসহ পেশাভিত্তিক সব স্তরে আজ আমাদের নারীদের গর্বিত পদচারণা। এভারেস্ট বিজয় থেকে শুরু করে মানবাধিকার রক্ষা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও নারীরা বলিষ্ঠ ভূমিকা রাখছেন।’

শেখ হাসিনা বলেন, ‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এশিয়ার দেশগুলোর শীর্ষে। জেন্ডার সমতা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান আজ বিশ্বে সপ্তম। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করে ১৯ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে সংরক্ষিত আসন ও নির্বাচিত ১৯ জনসহ মোট ৬৯ জন নারী সংসদ সদস্য রয়েছেন। নতুন গঠিত মন্ত্রিসভায় দুইজন পূর্ণমন্ত্রী এবং ছয়জন প্রতিমন্ত্রিসহ মোট আটজন নারী রয়েছেন।’

তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্যসেবা কর্মীদের প্রায় ৭০ শতাংশ নারী, তৈরি পোশাক কর্মীদের ৮০ শতাংশের বেশি নারীকর্মী। স্থানীয় পর্যায়ে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা ১০ হাজারের অধিক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নারী উন্নয়নের স্বীকৃতি হিসেবে আমরা জাতিসংঘের ‘‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’’সহ বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছি। এসডিজি অর্জনে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সূচকে এগিয়ে থাকায় আমরা ‘‘এসডিজি অগ্রগতি পুরস্কার’’ অর্জন করেছি। তাই বাংলাদেশ আজ নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বের কাছে অনুকরণীয়।’

তিনি বলেন, ‘নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমাদের লক্ষ্য। আশা করা হচ্ছে ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির দেশ। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ ‘‘স্মার্ট বাংলাদেশ’’। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন সুরক্ষা পায় এবং উন্নত ভবিষৎ গড়ে তুলতে পারে, সেজন্য আমরা ডেল্টা-প্ল্যান-২১০০ প্রণয়ন করেছি। আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে আমরা

শেখ হাসিনা বলেন, ‘সর্বজনীন প্রাথমিক শিক্ষা, খাদ্য নিরাপত্তা, মা ও শিশু মৃত্যুর হার ও লিঙ্গ বৈষম্য হ্রাস, নারীর ক্ষমতায়ন, তথ্য-প্রযুক্তিতে নারীর অন্তর্ভূক্তি ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমরা তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণের ওপর অধিক গুরুত্বারোপ করেছি। চতুর্থ শিল্প-বিপ্লবের প্রযুক্তিনির্ভর ডিজিটাল শিক্ষায় বাংলাদেশের তরুন-তরুণীর দক্ষতা এখন বিশ্বমানের।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নকে টেকসই করতে একুশ শতকের স্মার্ট নাগরিক হিসেবে স্মার্ট সমাজ বিনির্মাণে নারী-পুরুষ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আসুন, নারীর প্রতি ইতিবাচক ব্যবহার করি এবং নারী-পুরুষ সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব, ‘‘আন্তর্জাতিক নারী দিবস’’ এ এই হোক আমাদের অঙ্গীকার।’

আর পড়তে পারেন