রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হতাশ মুশফিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৪, ২০২২
news-image

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। টেস্ট এবং ওয়ানডেতে ছন্দ থাকলেও টি-টোয়েন্টিতে সেই ধারায় থাকা হয়নি মুশফিকুর রহিমের। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে অনেক দিন ধরেই তার ব্যাটে রান নেই। ধারাবাহিক ব্যর্থতার কারণে সাম্প্রতিক সময়ে সমালোচনাও হজম করতে হচ্ছিল অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। এমন সময়ে টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন মুশফিক।

নিজের ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছেন মুশফিক। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে আরও মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা।’

‘টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।’ লেখেন মুশফিক। বিপিএলসহ ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন জানিয়ে মুশফিক আরও লিখেছেন, ‘ বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ, সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।’

আর পড়তে পারেন