শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচর মহাবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৮, ২০১৮
news-image

বিএম ইসমাইলঃ
হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাইমচর মহাবিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ হাইমচর মহাবিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও কলেজের ইংরেজী প্রভাষক মরিময় শাহারিয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন গভর্নি বডির সদস্য মোঃ বেনজির আহম্মেদ, কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল, প্রভাষক মোঃ কামরুল ইসলাম, শহিদুল্লা, দুলাল কৃত্তনীয়া, রবি উল হাসান প্রমূখ।

আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মোঃ মানোয়ার হোসেন মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভাল করে লেখা পড়া করে পরিক্ষার কেন্দ্র যাবে। যাতে করে তোমার ভাল ফলাফল অর্জন করে এ কলেজের মুখ উজ্জল করবে। পাশাপাশি তোমরা সুশিক্ষা অর্জন করে একদিন দেশের সেবা করবে এটাই আমাদের সকলের প্রত্যাশা। তোমরা পরিক্ষার হলে গিয়ে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করবে না । আমাদের সকলের দোয়া রইল তোমাদের মনের ভাষনা আল্লাহ পাক পুরন করে। আলোচনা শেষে পরিক্ষাদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

আর পড়তে পারেন