বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংস্কৃতিমনা মানুষগুলো সমাজকে আলোকিত করে – হাসানুজ্জামান

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৭, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

স্বপ্নীল কন্ঠ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ চাঁদপুরের কচুয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রবিবার  উপজেলার সদর বাজারস্থ শাহ নেয়ামত শাহ রেস্টুরেন্টের সভা কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান- মোঃ সেলিম তালুকদার। পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক, সাপ্তাহিক পাঠক সংবাদ ও বিডিপি নিউজ টোয়েন্টি ফোর ডটকম’র সম্পাদক সাইফুল ইসলাম রনির সঞ্চালনায় ও সাবেক সেনা কর্মকর্তা মোঃ আলী আক্কাসের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, স্বপ্নীল কন্ঠ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও সাংবাদিক হাসানুজ্জামান। এসময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিমান এসোসিয়েশনের মেম্বার মোঃ হারুনুর রশীদ তালুকদার। প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে আমরা পরদেশীয় সংস্কৃতি চর্চায় ব্যস্থ। যে কারনে আমাদের বাঙ্গালি ঐতিহ্য আর সংস্কৃতি ধংস হওয়ার পথে। আগামী প্রজন্ম অনেক পিছিয়ে থাকবে আমাদের সংস্কৃতি থেকে। তাই নিজেদের ঐতিহ্য ধরে রাখতে এবং আগামী প্রজন্মের দ্বারে তা পৌঁছে দিতে দেশ ব্যাপী নিরলস কাজ করে যাচ্ছে স্বপ্নীল কন্ঠ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। সংস্কৃতিমনা ব্যক্তিরাই এই সমাজকে আলোকিত করেন। তাই তাঁদেরকে খুঁজে বের করে সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার উদ্বার্ত আহবান জানান তিনি। মোঃ আলী আক্কাস তালুকদার কে সভাপতি এবং আক্তার হোসেন সোহেল ভূইয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৩ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। সভায় বক্তব্য রাখেন, নব্য কমিটির সভাপতি- মোঃ আলী আক্কাস তালুকদার, সাধারণ সম্পাদক-আক্তার হোসেন সোহেল ভূইয়া, সহ সভাপতি-মোঃ আতাউল করিম, প্রফেসর নাজির আহমেদ, মোঃ হুমায়ন কবির লিটন, আফাজ উদ্দীন মানিক, সহ সাধারণ সম্পাদক- মোঃ ইউনুছ মিয়া, ডাঃ মোঃ কামাল উদ্দিন, সুজন পোদ্দার, প্রচার সম্পাদক  আবু সায়েম মৃধা, মহিলা বিষয়ক সম্পাদক- রোকেয়া বেগম, নির্বাহী সদস্য- প্রিয়তোষ পোদ্দার ও আবু হানিফ মোঃ নোমান।

আর পড়তে পারেন