শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মসজিদ মাদ্রাসায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কুমিল্লার হোমনা পৌরসভায় মসজিদ মাদ্রাসায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র এ্যাডভোকেট নজরুল ইসলাম পৌর এলাকার ৯৫টি মসজিদ ১০টি মাদ্রাসায় মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার ও স্প্রে মেশিন বিতরণ করেছেন।পৌর সভার নিজস্ব অর্থায়নে এ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ও স্প্রে মেশিন বিতরণ করা হয় ।

এ সময় পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমাদের সকলকে সচেতন থাকতে হবে। মাস্ক বাধ্যতামূলক পড়তে হবে। যেহেতু শীত পড়েছে সে ক্ষেত্রে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইব্রাহিম, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মো.বিল্লাল হোসেন সহ পৌর কাউন্সিলর মো.আবুল হোসেন,মো. রাজমিয়া, মো.আবদুল বাতেন,মো. শাহনুর আহম্মদ সুমন, কামাল হোসেন, মো.আবদুল কাদির, মো.আবদুস সোবাহান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করা হয় ।

আর পড়তে পারেন