শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১০ বিজিবি’র অভিযানে ২ জন আসামী এবং ১,১৭,৬০০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৭, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত বিবির বাজার বিওপি’র টহলদল কর্তৃক গত ০৬ জুলাই ২০১৮ তারিখ আনুমানিক ০৭৩০ ঘটিকায় গিলাতলী নামক স্থান হতে ১ কেজি গাঁজা (৩,৫০০/-) এবং ১৪ টি ইয়াবা ট্যাবলেটসহ (৪,২০০/-) ধৃত ১ জন মাদক ব্যবসায়ী মোঃ জামান (৪৮), পিতা-মৃত মাহমুদ হোসেন, গ্রাম-কাতেখালী, পোষ্ট-রঘুগঞ্জ, থানা+জেলা- নারায়নগঞ্জকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য একটি অভিযানে শিবের বাজার বিওপি’র টহলদল ০৬ জুলাই ২০১৮ তারিখ আনুমানিক ১৯৩০ ঘটিকায় কেকেনগর নামক স্থান হতে ০৩ বোতল ফেন্সিডিলসহ (১,২০০/-) ধৃত ১ জন মাদক ব্যবসায়ী মোঃ জলিল মিয়া (৪৫), পিতা-মোঃ সিদ্দিকুর রহমান, গ্রাম-কেকেনগর, পোষ্ট-মিয়া বাজার, থানা-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ কেজি গাঁজা (৭০,০০০/-), ৬১ টি কসমেটিক্স সামগ্রী (৭,৯০০/-), ১১৬ টি আমলকুল (৫,৮০০/-) এবং ৫০০ টি ইনজেকশন (২৫,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১,১৭,৬০০/- (এক লক্ষ সতের হাজার ছয়শত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

আর পড়তে পারেন