শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

২য় ডিভিশনে খেলতে চায় চানাচুর বিক্রেতা লাকসামের মোর্শেদ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৩, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার:

২০১৭ সালে কলাবাগান ক্রীড়া চক্রে (অনুর্দ্ধ ঊনিশ) ক্রিকেট টুর্নামেন্ট ৪নং ব্যাটম্যান হিসেবে নেমে ২৪ বলে ৩০ রান করে দৃষ্টি আকৃষ্ট করে চানাচুর বিক্রেতা মুরশিদ আলম মোর্শেদ।

পরবর্তী ম্যাচে ৫৩ বলে ৬৩ রানে অপরাজিত হয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন মোর্শেদ। আবার বলিং করে ৩ ম্যাচে উইকেট হাতিয়ে নেয় ৫টি। সেই সাথে টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দেন মোর্শেদ। কুমিল্লা জেলার লাকসাম পৌরসভাধীন বাতাখালী গ্রামের দিনমজুর বাদাম বিক্রেতা আলী আকবর।

নিজের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে ভালো কিছু করার প্রত্যাশায় রাজধানীর পিলখানা রাইফেলস স্কয়ারের সামনে জীবিকার তাগিদে চানাচুর বিক্রি করে।

আবার খেলার সময়ে ব্যাট হাতে হাজির হয় কলাবাগান ক্রিকেট মাঠে। অনশীলন করে মনেপ্রাণে পুরোদমে। স্বপ্ন একটাই এই মৌসুমে যে কোন ক্লাবের পক্ষে ২য় ডিভিশনে খেলার সুযোগ নেওয়া।

আর পড়তে পারেন