শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বরুড়ায় আগুনে পুড়ে ৬ পরিবারের বাড়ি ঘর ভস্মীভূত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২, ২০১৮
news-image

এমডি আজিজুর রহমান:
কুমিল্লার বরুড়ায় গত সোমবার সন্ধা সোয়া ৭ টায় ঘোষপা গ্রামের (মনির মেম্বার বাড়ি) ইতালী প্রবাসী মনির হোসাইনের সিলিন্ডার গ্যাস বিস্ফোরিত হয়ে বসত ঘরে আগুন ধরে যায়। মুহুর্র্তে মধ্যে আগুন ছড়িয়ে একই বাড়ির ৬ পরিবারের বসত, রান্না ও গোয়ালঘর সহ পুড়ে ছাই হয়ে যায়।

এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ টাকা। গ্রামবাসী যায়, সোমবার সন্ধায় ঘোষপা গ্রামের ইতালীর প্রবাসী মনির হোসেনের ঘরে নাভানা কোম্পানীর সিলিন্ডার গ্যাস (বোতল জাত) রান্না করার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে মূহুর্তের মধ্যে সমস্ত গ্যাসের আগুন ছড়িয়ে পড়ে। উপজেলা ফায়ার সার্ভিস খবর পেলে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থরা জানায় প্রবাসী মনির হোসেনের ঘরে সকল আসবাবপত্র, স্বর্ণলংঙ্কার, দলীল, ইতালী বসবাসরত পাসপোর্ট, ভিসা, টিকেট, নগদ টাকা ও চার হাজার ইউরো সহ ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা। ছফিউল্লার ক্ষয়ক্ষতির পরিমান ১৫, সুজনের ৫, জামাল হোসেনের ১০, আবু ইউছুফের ৫ ও ফরিদ উদ্দিনের ৫ লক্ষ টাকা।

খবর পেরে বরুড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল খালেক চৌধুরী, উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিন হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান লায়ন রবিউল আলম, আ‘লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাসার, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ঘটনাস্থল দেখন যান। বরুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

 

আর পড়তে পারেন