শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

♦বর্ষাকাল♦ মোঃ জাহাঙ্গীর আলম

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৪, ২০১৮

আষাঢ় মাসে নীল আকাশে
থাকে মেঘের ভেলা,
যখন তখন বৃষ্টি নামে,
করে রঙের খেলা।

টাপুরটুপুর বৃষ্টি পড়ে
নতুন পানির ঢেউ,
বৃষ্টি এলে ঘরের বাইরে
থাকে না’তো কেউ।

বৃষ্টি এলে গরু-বাছুর
রাখে সবাই ঘরে,
ছাতা মাথায় দিয়ে লোকে
নতুন মাছ যে ধরে।

বৃষ্টি এলে সবাই মুখে
বলছে শুনো বর্ষা,
আকাশ থাকে মেঘে ঢাকা
হতে চায় না ফর্সা।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
প্রভুর দারুণ সৃষ্টি,
টাপুরটুপুর বৃষ্টি পড়ে
কাড়ে সবার দৃষ্টি।

আর পড়তে পারেন