বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
মে ২, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে ব্যবসায়ি নুরুল ইসলাম হত্যা মামলা প্রধান আসামি রেহান উদ্দিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার ছোট আলমপুর থেকে ব্যবসায়ি নুরুল ইসলাম হত্যা মামলা প্রধান আসামী রেহান উদ্দিন (৩৫) কে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যমতে গতরাতে ধামতি আব্বাস মিয়ার বাড়ির পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। রেহান উদ্দিন ধামতী গ্রামের প্রয়াত রোছমত আলীর ছেলে।

ওসি আরো জানান, আসামী রেহান উদ্দিনকে মোবাইল ফোন ট্র্যাকিং করে ছোট আলমপুর থেকে গ্রেফতার করা হয়।

গত ২৭ এপ্রিল শনিবার মধ্যরাতে দেবিদ্বার উপজেলার ধামতি মধ্যপাড়ায় অর্থনৈতিক লেনদেন নিয়ে কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ব্যবসায়ী নুরুল ইসলাম। আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ২৮ এপ্রিল রোববার দুপুর সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত নুরুল ইসলামের ছেলে মোঃ হাসান বাদী হয়ে ৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

আর পড়তে পারেন