মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে প্রবাসির উপর হামলা, আহত-২

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৬, ২০১৮
news-image

 

মো:কামাল হোসেন জনি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নে দুবাই প্রবাসির উপর হামলায় দুইজন আহত হয়েছে।

সোমবার (১৬ জুলাই) উত্তর মাহিনী গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ওই গ্রামের মৃত:চানু মিয়ার ছেলে দুবাই প্রবাসি বিল্লাল হোসেন,তার ভাই মো:নুরুল আমিনকে কুপিয়ে পিটিয় আহত করে,আহতবস্হায় স্হানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করেন,দুবাই প্রবাসি বিল্লাল হোসেনের অবস্হার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দুপুরে কুমিল্লায় প্রেরণ করেন।

এ ঘটনার প্রতক্ষদর্শী ওই প্রবাসির মেয়ের জামাই ঢালুয়া ইউপির হাসানপুর গ্রামের ইমাম হোসেন কামরুল জানান,তার শশুরের বাড়ীর পাশের পুকুর পাড়ে নিজ খরচে গাডওয়াল,ও পাকা রাস্তা নির্মাণ করে । ওই পুকুরটি মালিকদের কাছ থেকে লীজ নেয় । লুৎফুর রহমান তার শশুরের পাকা রাস্তায় পুকুরে খাদ্য দেয়ার এক পর্যায়ে পাকা রাস্তার নিচ থেকে মাটি সরে পুকুরে পড়ে যায় । এ সময় বাধা দিলে সে কোন বাধা শুনেনি। রাস্তাসহ গাডওয়াল,পুকুরে ধসে পড়ে কিন্তু সে থেমে থাকেনি । সোমবার ফের খাদ্য দিতে গেলে বাড়ীর মালিক তার শশুর নিষেধ করে । তখন ক্ষিপ্ত হয়ে লুৎফুর রহমান,তার ছেলে সেলিম,ও তার ভাতিজা রতনসহ একত্রিত হয়ে দা,চেনি,লাঠি সোঠা দিয়ে কুপিয়ে আহত করে।

এ ঘটনায় সোমবার বিকেলে নাঙ্গলকোট থানার এস আই মিজানুর রহমান পাটোয়ারী ঘটনাস্হলে রয়েছেন।

আর পড়তে পারেন