বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় দুই নারী শিয়ালের কাঁমড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০১৯
news-image

 

সাকিব আল হেলাল:

কুমিল্লার হোমনা উপজেলায় শিয়ালের কামড়ে জোহরা বেগম (৬৫) ও আয়েশা বেগম (৩৫) নামের দুই মহিলা মারাত্বকভাবে আহত হয়েছে। সোমবার (২৭মে) বিকাল ৫ টায় ওপারচর গ্রামের পাইয়া গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। জোহরা বেগম (৬৫) ওপারচর জোহরা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা শহিদ উল্লাহ’র স্ত্রী এবং আয়েশা বেগম (৩৫) শহীদ উল্লাহ’র ভাতিজা গোলাম মোস্তফার ছেলে লিটনের স্ত্রী।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার বিকাল ৫ টায় লিটনের স্ত্রী আয়েশা বেগম বাড়ির উঠানে কাজ করার সময় হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড়াতে শুরু করলে তার আত্ম চিৎকার শুনে তাকে বাঁচাতে জোহরা বেগম ছুটে আসলে তাকেও শিয়ালে কাঁমড়িয়ে মারাত্বকভাবে আহত করে। পরে লোকজন এসে শিয়ালটিকে মেরে তাদের দু’জনকে উদ্ধার করে।

পরে আহত দু’জনকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে দুজনেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আর পড়তে পারেন