সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদকের বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স- তাজুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৬, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মাদকের বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স। তোমাদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে।

শনিবার (১৫ জানুয়ারি) কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামী দিনের উন্নত বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু পড়াশোনা করলে হবে না শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন- প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার আলী, জেলা জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নাসারুল্লাহ, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহিতুল ইসলাম রিয়াজ, লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়সী সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার প্রমুখ।

আর পড়তে পারেন