পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৯৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবর্তীতে নোটিশ টানিয়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আব্দুল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমরাও সিন্ডিকেট সভা ডেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হল থেকে আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।