শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণের বিজয়পুরে জ্বরে আক্রান্ত হয়ে দিনমজুরের মৃত্যু !

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৬, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুলের বারান্দায় অস্থায়ীভাবে বসবাসকারি  ব্রাহ্মণবাড়িয়ার এক দিনমজুর জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন । সে গত ২৯ মার্চ থেকে জ্বরে আক্রান্ত ছিল । দীর্ঘ ৮দিন জ্বরে ভোগা রোগীর নমুনা সংগ্রহ করা হয়নি । নিহত লোকটির নাম শহিদুল ইসলাম (৬০) , বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় ।

স্থানীয় সূত্র জানায়, লোকটি ২৯ মার্চ থেকে জ্বরে ভুগছিলো।  উপজেলা প্রশাসনের কাছে তার বিষয়ে তথ্য ছিল। কিন্তু কেন তাকে উপযুক্ত চিকিৎসার আওতায় আনা হয়নি সেসময় , অথবা ঢাকায় পাঠানো হয়নি, সেটি বোধগম্য নয় অনেকের।

বিজয়পুরে আটকা পড়া ৬৫ জনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন। ঘটনাস্থলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেরণ করা হয়েছে করোনা কিনা নিশ্চিত করা জন্য।

উল্লেখ্য যে, যান চলাচল বন্ধ হেয়ে যাওয়ার পর ৬৫ জন শ্রমিক আটকে পড়ে এই বিজয়পুর হাইস্কুলে। তাদের একজনের আজ মৃত্যু হয়।

আর পড়তে পারেন