ডেস্ক রিপোর্টঃ
নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া জামালপুরের আলোচিত সেই জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে অবশেষে ওএসডি করা হয়েছে। আজ রোববার (২৫ আগস্ট) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ওএসডি করা হয়।
একইসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শাখা থেকে ডিসি আহমেদ কবীরের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সম্প্রতি জামালপুরের ডিসির সঙ্গে তার নারী সহকর্মীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্র বলেছে, ডিসির বিরুদ্ধে একের পর এক নারী কেলেঙ্কারির অভিযোগ শোনা যাচ্ছিল বিরুদ্ধে। ভিডিওটিতে দেখানো কক্ষটি তার অফিসের বিশ্রাম নেয়ার কক্ষ এবং ওই নারী তার কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত। তার নাম সানজিদা ইয়াসমিন সাধনা।