ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পুকুর থেকে ১২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার কুইয়াপানিয়া গ্রামের খোকন মিয়ার বাড়ির পেছনের একটি পুকুর থেকে এসব মদ উদ্ধার করা হয়।
মদের বোতলগুলো পাচারের উদ্দেশ্যে সাতটি প্লাস্টিকের বস্তায় ভরে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ‘রোববার রাতে খোকন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে খোকন মিয়ার পরিবারের সদস্যরা পালিয়ে যান।
পরে তার ঘরের পেছনে পুকুরে সাতটি বস্তার ভেতর থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’