শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীর কান্দিরপাড়ে প্রকাশ্যে যুবক হত্যা: গ্রেফতার ৪

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৩, ২০২৩
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে খন্দকার হক টাওয়ারের সামনে ঘটা আলোচিত হত্যাকান্ডের মূল আসামীদ্বয় সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মূল ঘাতক ২ জন। তারা হলেন, কুমিল্লা নগরীর উত্তর চর্থা এলাকার চারু মিয়ার ছেলে মোঃ মহরম মিয়া (২৭) , মুরাদপুর এলাকার মৃত রিপন মিয়ার ছেলে পারভেজ (২৮)। বাকি ২ আসামী হলেন, কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার হালিম মিয়ার ছেলে মোঃ ইয়াছিন ও ২য় মুরাদপুর এলাকার হারুন মিয়ার মেয়ে রূপা আক্তার (২৫)।

বৃহস্পতিবার (১৩ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন।

কামরান হোসেন বলেন, ঘটনার পরপরই আমরা খবর পেয়ে অভিযান শুরু করি। পরবর্তীতে রবিবার (১২ জুলাই) কক্সবাজার সুগন্ধা সী-বিচের পাশে অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই। মূলত, ৩/৪ মাস আগের মাদকের পাওয়া টাকা নিয়ে এই হত্যাকান্ড ঘটেছে বলে আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়।

জানা যায়, আসামী মহরম এর বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক সহ মোট ১৪টি, আসামী পারভেজ এর বিরুদ্ধে চুরি ডাকাতি সহ ০৫টি, আসামি ইয়াছিন এর বিরুদ্ধে মাদকের ০৩ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে খন্দকার হক টাওয়ারের সামনে ইজাজুল হাসান (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায়, ইজাজুল হাসানের পিতা মোঃ সিরাজুল ইসলাম আদালতে এজহারনামীয় ৮/৯ জন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

আর পড়তে পারেন