রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৬, ২০২২
news-image

ডেস্ক রিপোর্ট:
রাজশাহীতে ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় সহকারী ভারতীয় হাইকমিশন অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীর কথা স্মরণ করে সহকারী হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে সব পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ক্রমাগত সম্পৃক্ততা রয়েছে, যার ফলে দ্বিপাক্ষিক সম্পকর্, বন্ধুত্ব ও সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে’।

এর আগে তিনি জাতীয় সঙ্গীত গেয়ে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানে সহকারী ভারতীয় হাইকমিশন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহীতে বসবাসরত ভারতীয় নাগরিক, অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন