ডেস্ক রিপোর্টঃ
ওমানে কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলা ভবন থেকে পড়ে দেলোয়ার হোসেন রিয়াদ (২৭) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।
শুক্রবার (৫ মে) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে ওমানের দুখুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন রিয়াদ কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজিম খা বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।
সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রিয়াদ তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। কিছুদিনের মধ্যে তার বাড়ি আসার কথা ছিল।
মৃত্যুর খবর আসার পর থেকে রিয়াদের বাড়িতে চলছে শোকের মাতম। মরদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।