স্পোর্টস ডেস্ক :
আসন্ন ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের পরই ওয়ানডে বিদায় জানাবেন আফগান পেসার হামিদ হাসান। মূলত ইনজুরির সঙ্গে লড়াই করে না পেরে উঠার কারণেই ওয়ানডেকে বিদায় জানাতে চাচ্ছেন তিনি। তবে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন। নিজের ওয়ানডে ছাড়ার কথা ইতোমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন ৩১ বছর বয়সী এই পেসার।
হামিদ বলেন, ‘সম্ভবত এটাই দেশের হয়ে আমার শেষ বিশ্বকাপ। আমি মনে হয় এই টুর্নামেন্টের পরই ওয়ানডে খেলা বন্ধ করে দেবো। যদিও আমি টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবো। আমি যদি আরও কিছুদিন ওয়ানডে চালিয়ে যাই আমার হাঁটু আরও ক্ষতিগ্রস্ত হবে।’
২০১৬ সালে সর্বশেষ ওয়ানডে খেলা হামিদকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দিয়ে চমকে দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। একাধিক চমকের মধ্যে চোট পাওয়া হামিদের অন্তর্ভুক্তিও ছিলো বড় এক চমক।
২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হওয়া হামিদ হাসান এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৪.৫৫ ইকোনোমিতে ৫৬টি উইকেট নিয়েছেন।