শাহ ইমরানঃ
কক্সবাজারের থ্রি প্রিন্সেস “ নামক হোটেলের ৮ তলার ছাদ থেকে ফেলে মোঃ রবিউল হাসান (শাকিল) নামের এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত মোঃ রবিউল হাসান শাকিল (২১) কুমিল্লা সদরের পাচঁথুবী ইউনিয়নের কালিকাপুর গ্রামের আখতার হোসেনের ছেলে। নিহত শাকিল ওই হোটেলে চাকরি করতো।
শনিবার (২ মার্চ) সকালে কক্সবাজার সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
কক্সবাজার কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, রাতের কোন এক সময় তাকে ফেলে দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। আমরা এটা ধারণা করছি। এ ঘটনায় হোটেলের ৮ জন কর্মকর্তা-কর্মচারি থানা আনা হয়েছে। তাদেরকে এ বিষয়ে জেরা করা হচ্ছে। তদন্ত চলছে।