শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুজিব কোর্ট পড়ে আর মনের আবেগ দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না………মমিনুল হক সাঈদ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩০, ২০১৯
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় গণিশাহ মাজার প্রাঙ্গনে বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান লাল মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৯নং ওয়ার্ডের কমিশনার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ.কে.এম মমিনুল হক সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সাঈদ বলেন, যারা বাংলাদেশের অর্থনীতির উন্নতি যারা চায়নি, তারাই বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে ফেলতে চেয়েছে। শুধু মুজিব কোর্ট পড়লেই আওয়ামী লীগের নেতা হওয়া যায় না, আওয়ামী লীগের প্রকৃত নেতা বা কর্মী হতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে লালন করতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিন নির্দেশ মেনে তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে উন্নয়নের পথে বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব।

 

নবীনগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এ.কে.এম মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন সিদ্দিক টিটো, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন, শ্রমিকলীগ নেতা ফোরকান উদ্দিন মৃধা, আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ, মাইনউদ্দিন মঈন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মারুফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এম সালাউদ্দিন বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুক, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল রোমান, পৌর ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক লিমন, বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন প্রমুখ।

আর পড়তে পারেন