Tag Archives: কুমিল্লার তিতাস

জামাল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে স্থানীয় যুবলীগ। মঙ্গলবার(১৩) দুপুরে গৌরীপুর-হোমনা সড়কের দাউদকান্দির গৌরীপুর গোমতি সেতু উত্তরপাড় এক কিলোমিটার জুড়ে এ মানববন্ধনে কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারী বিক্ষোব্দ লোকজন মহাসড়কের সেতু এলাকা থেকে দরিকান্দি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা ঘন্টাব্যাপি অবরোধ করে রাখেন।

পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্যে নিহতের ভাই ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন বলেন, আমরা এদেশে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খুনীর ছেলে মেয়েরা কিলার দিয়ে আমার ভাইকে হত্যা করেছে। খুনিরা বাহিরে থেকে এখন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। তাই ধরাছোঁয়ার বাইরে থাকা হত্যার পরিকল্পনাকারী মুলহোতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওয়াতায় আনার দাবী জানাচ্ছি। এছাড়া বক্তব্য রাখেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুরুন নবী, শামছুল আলম চেয়ারম্যান, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজম সরকার, ওমর ফারুক, সহসভপতি আমির হোসেন, মুকবুল হোসেন, কবির হোসেন ও নিপা মেম্বার প্রমূখ।

উল্লেখ্য গত ৩০ এপ্রিল রাতে দাউদকান্দির গৌরীপুর বাজারে বোরকা পরা তিন দুবৃত্তের গুলিতে নিহত হন যুবলীগ নেতা জামাল হোসেন।

কুমিল্লার তিতাস, হোমনা ও মুরাদনগরের ১৫টি হাট-বাজারে তথ্য প্রচারণা

 

স্টাফ রিপোর্টার:

নিরাপদ অভিবাসন তথ্য জনসাধারণের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আজ শনিবার (১৬ এপ্রিল) কুমিল্লা জেলার বিভিন্ন হাট-বাজারে প্রচার অভিযান চালায়।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ-এর নেতৃত্বে একটি টীম সকাল ৮ টা থেকে তিতাস উপজেলার কড়িকান্দি বাজার, গাজীপুর বাজার ও বাতাকান্দি বাজার,  হোমনা উপজেলার ছিনাইয়া বাজার, হোমনা পৌরবাজার, ঘাড়মোড়া বাজার, শ্রীপুর বাজার, ভাষানিয়া ইউনিয়ন পরিষদ, কাশিপুর বাজার ও রঘুনাথপুর বাজার এবং  মুরাদনগর উপজেলার ধনীরামপুর বাজার ও মুরাদনগর বাজারসহ প্রায় ১৫ টি বাজারে উপস্থিত জনসাধারণের মাঝে মাইকিং-এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং নিরাপদ অভিবাসন সম্পর্কিত বিভিন্ন ধরনের লিফলেট, হ্যান্ডবিল ও পোষ্টার বিতরণ করে।

উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, মানব পাচার প্রতিরোধ, দালালদের দৌরাত্ম্য নিরসন, বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা, জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে এবং সবার মাঝে বৈধ অভিবাসনের তথ্য পৌঁছে দিতে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ইউনিয়ন পর্যায়ে হাটবাজার এবং গ্রাম-গঞ্জে সকলের মাঝে নিরাপদ অভিাসনের তথ্য পৌছে দিতে কাজ করছে।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, গ্রাম অঞ্চল থেকে যত মানুষ বিদেশে কর্মসংস্থান লাভ করে তাদের অধিকাংশই সঠিক তথ্য জানে না। ফলে অন্যের দ্বারা প্রতারিত হবার ঝুঁকি থাকে। তিনি অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের অধিকার সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে সরকারের নানামূখী উদ্যাগের কথা বলেন। তিনি বিদেশ যাওয়ার পূর্বে সবার প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।

এমআরসি কাউন্সেলর গোলাম মোস্তফা নিরাপদ অভিবাসনে অভিবাসী তথ্য কেন্দ্র কিভাবে মানুষকে সহযোগিতা করছে তার বিবরণ দেন। এছাড়াও তিনি মানবপাচারের ঝুঁকি মোকাবেলায় সবাইকে সচেতন হবার আহবান জানান। জনশক্তি জরিপ অফিসার তাজুল ইসলাম কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে সহযোগিতা প্রদান করে।
বাজার কমিটির সভাপতিসহ অনেকে এর ধরনের আয়োজনকে স্বাগত জানান। প্রত্যেকটি বাজরে প্রায় ১০০-২০০ লোক ক্যাম্পেইনগুলোতে অংশগ্রহণ করে। অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের হেল্পলাইন নম্বর: ০১৭১৩০৮৬৩৩০ (কুমিল্লা) এবং ০১৭৩০৬৬৬৯৩৬ (ঢাকা) নম্বরে এবং facebook.com/mrcbangladesh যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

এছাড়াও দেবব্রত ঘোষ উপস্থিত অনেকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি ও প্রতারণা রোধে এই ওয়েবসাইটগুলোwww.probashi.gov.bd, www.bmet.gov.bd www.wewb.gov.bd , www.bmet.comilla.gov.bd ভিজিট করার পরামর্শ দেন তিনি।