Tag Archives: কুমিল্লায় বুধবারে ৯১ জনের করোনা শনাক্ত: সবেচেয়ে বেশি কুমিল্লা সিটিতে

কুমিল্লায় বুধবারে ৯১ জনের করোনা শনাক্ত: সবেচেয়ে বেশি কুমিল্লা সিটিতে

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় বুধবারে ৯১  জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৭ জনে।

আজকের রিপোর্টে লাকসাম উপজেলায় ২ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশনে  ১ জনসহ ৩  জনের মৃত্যু দেখানো হয়েছে । তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ফলে মৃত্যু সংখ্যা ৬২ জন হলো ।

আজকের রিপোর্টে ১৪৫ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলায় ১০  জন, মুরাদনগরে ৮৮ জন,  সদর দক্ষিণে ৭ জন, নাঙ্গলকোট উপজেলায় ৫ জন, দেবিদ্বারে ৭ জন, তিতাসে ৫ জন, দাউদকান্দিতে ১ জন ও বুড়িচং উপজেলায় ২২ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি করপোরেশনে ১৮ জন, লাকসামে ৯ জন, বুড়িচংয়ে ৫ জন, মুরাদনগরে ৪ জন, সদর দক্ষিণে ৫ জন, হোমনায় ৩ জন, তিতাসে ৯ জন, দাউদকান্দিতে ৬ জন, চান্দিনায়  ৬ জন , মনোহরগঞ্জ উপজেলায় ৪  জন, নাঙ্গলকোটে ৯ জন, দেবিদ্বারে ১২ জন,  ব্রাহ্মণপাড়ায়  ১ জন।

বুধবার (১৭ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৩৬ জন, মুরাদনগর ১৮৬ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৫১১ জন, লাকসামে ১৬০ জন, চান্দিনায় ১৫৬ জন, তিতাসে ৬২ জন, দাউদকান্দিতে ৮৭ জন,বরুড়ায় ৬০ জন, বুড়িচংয়ে ১২৯ জন, মনোহরগঞ্জ ৪৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৪৯ জন, নাঙ্গলকোটে ১০০ জন, হোমনায় ৪৫ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৫৬ জন, লালমাইয়ে ১৭ জন, চৌদ্দগ্রামে ১৭৯ জন, আদর্শ সদরে ৯২ জন, মেঘনায় ২৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৫ হাজার ১ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৩ হাজার ৪৮৩  জনের। এর মধ্যে ২ হাজার ২১৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৬২  জন এবং সুস্থ হয়েছে মোট ৬৫১  জন।