Tag Archives: দেবিদ্বারে

দেবিদ্বারে আ.লীগের লিফলেট বিতরন করায়

দেবিদ্বারে আ.লীগের লিফলেট বিতরন করায় ছাত্রলীগ নেতা কারাগারে

দেবিদ্বারে আ.লীগের লিফলেট বিতরন করায় ছাত্রলীগ নেতা কারাগারে

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করায় দেবিদ্বারে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার(৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রাম থেকে থাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই ছাত্রলীগ নেতার মোঃ সজিব (২৪)। সে পদ্মকোট গ্রামের ফুল মিয়া ছেলে। এবং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীরা বলেন, পদ্মকোট বাজারে দোকানে দোকানে সোমবার সন্ধ্যায় লিফলেট বিতরণ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম একদল পুলিশ ওই বাজারে অভিযান চালায়। এ সময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে মো. সজিব কে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ।

দেবিদ্বার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, লিফলেট বিতরণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দেবিদ্বারে চোর ধরতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

দেবিদ্বারে চোর ধরতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

দেবিদ্বারে চোর ধরতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চোর ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল মো. মহিউদ্দিন ভূঁইয়া মারা গেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন দেবিদ্বার থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে।

দেবিদ্বার থানার ওসি শামস উদ্দিন মো. ইলিয়াস ঘটনাটি নিশ্চিত করে জানান, দেবিদ্বার উপজেলার বারুর এলাকায় রুবেল মিয়া নামের এক চোরকে স্থানীয় লোকজন আটক করে মারধর করে। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। চোরের অসুস্থতা বিবেচনায় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ওসি আরও বলেন, হাসপাতালের গেটে একটি অটোরিকশা থেকে চোরকে নামানোর সময় সে দৌড়ে পালিয়ে যায়। তাকে আটক করতে গিয়ে পুলিশ কনস্টেবল মহিউদ্দিনসহ অন্যরা পিছু ধাওয়া করে। এক পর্যায়ে মহিউদ্দিন রাস্তায় পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২৯ জানুয়ারি) তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইব্রাহিম বলেন, পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ থানায় নিয়ে গেছে।

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দেবিদ্বারে বিএনপি কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে বিএনপির কর্মী ছিদ্দিকুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আমির হোসেন ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

এর আগে, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সদরঘাট এলাকা থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ।

জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে স্থানীয় ছাত্র-জনতার একটি বিজয় মিছিল বের হয়। মিছিল শেষে কিছু ছাত্র-জনতা ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আমির হোসেনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এর পরের দিন একটি সালিশ বৈঠকে আমির হোসেনের নেতৃত্বে তার অনুসারীরা বিএনপি কর্মী ছিদ্দিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই মো. কাউছার হোসেন ইউপি সদস্য আমির হোসেনকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার ওসি খালিদ সাইফুল্লাহ জানিয়েছেন, বিএনপি কর্মী হত্যার মামলার প্রধান আসামি ইউপি সদস্য আমির হোসেনকে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে নৌপুলিশ। পরে তাকে দেবিদ্বার থানার কাছে হস্তান্তর করা হয় এবং বুধবার বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের

দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ

দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের চরবাকর এলাকায় একটি ট্রাকের চাকা বিস্ফোরিত হয়, ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পেছন থেকে আসা একটি বাস কাভার্ডভ্যানে ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশে উল্টে যায়, এবং এতে থাকা যাত্রীরা আহত হন। আহতদের সংখ্যা অন্তত ২০ জন বলে জানা গেছে।

এ দুর্ঘটনার পর মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যান আটকে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

দেবিদ্বার এলাকার মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন যে, বড় রেকার ছাড়া এই ট্রাক ও কাভার্ডভ্যান সরানো সম্ভব নয়। ময়নামতি থানা থেকে রেকার এসে এগুলো সরানোর পর সড়কে যান চলাচল পুনরায় শুরু হবে বলে তিনি জানান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেবিদ্বারে দুর্গন্ধ খুঁজতে গিয়ে

দেবিদ্বারে দুর্গন্ধ খুঁজতে গিয়ে বেরিয়ে এলো হাত

দেবিদ্বারে দুর্গন্ধ খুঁজতে গিয়ে বেরিয়ে এলো হাত

মোঃ জামাল উদ্দিন দুলাল :

কুমিল্লায় পিটিয়ে হত্যার পর ঘরের মধ্যেই মাটিচাপা দিয়ে রেখেছিলেন লাশ। শিয়াল-কুকুরে মাটি আচঁড়ে বের করে ফেলে একটি হাত। বের হওয়া অর্ধগলিত হাত থেকে সৃষ্টি হয় তীব্র দুর্গন্ধ। দুর্গন্ধের উৎপত্তি খুঁজতে গিয়ে দেখেন গর্তে মানুষের হাত।

ঘটনাটি ঘটে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারুর-পিরোজপুর গ্রামের সীমান্তে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশটি উদ্ধার করেছেন পুলিশ। এর পরপরই ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করা হয়।

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৪০)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিওন্দা গ্রামের মরগিছ ইসলামের ছেলে। এ ঘটনায় নোয়াজ আলী(৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বাকি দুইজন এ হত্যাকাণ্ডের জড়িত না থাকায় জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। নোয়াজ আলী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়কান্দি এলাকার আব্দুল আলী ছেলে।

শুক্রবার বেলা ১১টায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত নোয়াল আলীর বিরুদ্ধে মামল রুজু হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ কর হবে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহিনুল ইসলাম।

জানা যায়, নিহত নুরুল ইসলামকে দিনমজুরের কাজের কথা বলে গত ২১ সেপ্টেম্বর শনিবার দেবিদ্বার নিয়ে আসেন অভিযুক্ত নোয়াজ আলী। দুজনই থাকতেন চরবাকর-এলাহাবাদ সংযোগ সড়কের সাথে বারুর-পিরোজপুর গ্রামের সীমান্তের একটি ভাড়া ঘরে। নোয়াজ আলী দেবিদ্বারের বিভিন্ন এলাকায় লোক নিয়ে শ্রমিকের কাজ করতেন।

জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য মো. নাসির বলেন, লাশ দেখার পর আমরা নিহতের সাথে থাকা নোয়াজ আলীকে গ্রামবাসী সহযোগিতায় ধরে আনি। তখন আমার তাকে জিজ্ঞাসাবাদ করি লোকটা কি ভাবে মারা গেছেন। তিনি এক পর্যায়ে হত্যার দায় স্কীকার করে বলেন, আজ থেকে চার বছর আগে কবিরাজের মাধ্যমে নোয়াজ আলীর ছেলেকে তাবিজ করে মেরে ফেলে নুরুল ইসলাম। এ থেকেই নোয়াজ আলীর রাগ-ক্ষোভ জন্মায় নুরুল ইসলামের প্রতি। এ ঘটনার চার বছর পর গত ২১ সেপ্টেম্বর শনিবার কৌশলে কাজের কথা বলে দেবিদ্বার নিয়ে আসেন। গত সোমবার গভীর রাতে ঘুমন্ত নুরুল ইসলামকে গাছের গুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। হত্যার পরপরই একই ঘরে মাটিচাপা দিয়ে রাখেন।

মুদি দোকানদার আলী আকবর, রফিকুল ইসলাম ও স্বপ্না বেগম বলেন, সকালে তীব্র দুর্গন্ধ। যা সহ্য করার মতন ছিল না। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু পাইনি। পরে চরবাকর-এলাহাবাদ সংযোগ সড়ক দিয়ে হাঁটাচলা সময় লোকজন দেখতে পান সড়কের পাশে একটি ঘরে গর্তের মধ্যে মানুষের হাত।

দেবিদ্বার থানার পরিদর্শক ( তদন্ত) শাহিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছিলাম। জিজ্ঞাসাবাদে দুজনের জড়িত থাকার সত্যতা পাইনি। বাকি একজনের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পর আদালতে প্রেরণ করা হবে।

দেবিদ্বারে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ

দেবিদ্বারে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাব্বিরের মৃত্যু

দেবিদ্বারে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাব্বিরের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গত ৫ আগস্ট দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত মো. সাব্বির (১৭) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাব্বির দেবিদ্বার পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলমগীর মিয়ার ছেলে।

জানা যায়, ৫ আগস্ট সারাদেশের মতো দেবিদ্বার উপজেলায়ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল হয়। এ সময় কিছু দুষ্কৃতকারী থানায় হামলা চালিয়ে একটি পুলিশের পিকআপ ভ্যান পুড়িয়ে দেয়। পরে থানায় থাকা পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ গুলি চালায়। এতে প্রায় ৬০ জন ছাত্র ও জনতা আহত হয়। সেই সময় সাব্বিরও পুলিশের গুলিতে মাথায় আঘাত পান এবং মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকায় প্রায় এক মাসেরও বেশি সময় চিকিৎসা নেওয়ার পর গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সাব্বির বাড়ি ফেরেন।

কিন্তু বাড়ি ফেরার পরদিনই, শনিবার সকাল সাড়ে ৯টায় সাব্বির মারা যান। তার মৃত্যুতে পুরো দেবিদ্বার উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

সাব্বিরের মা রিনা বেগম জানান, দীর্ঘ এক মাসের চিকিৎসা শেষে শুক্রবার তিনি তার ছেলেকে বাড়ি নিয়ে আসেন। কিন্তু পরের দিনই ছেলেকে হারাতে হলো। দুই বছর আগে সাব্বিরের বাবা মারা যাওয়ায় সংসারের দায়িত্ব নিতে গিয়ে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সিএনজি চালিয়ে তিনি পরিবারের ভরণপোষণ করতেন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, সাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে দাফনের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।