Tag Archives: ধাওয়া পাল্টা ধাওয়া

কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার:

বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনের কর্মসূচিতে কুমিল্লায় দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচির সমর্থনে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশও অবস্থান নেয়। বিএনপি নেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ অবরোধকারীদের ধাওয়া দিলে তারা একপাশে গিয়ে আরও বেশি ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পিছু হটে।

বিএনপি নেতারা জানান, শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশ আমাদেরকে দেখেই ফাঁকা গুলি করতে শুরু করে। আমাদের বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন। জেলা পুলিশের কেউ মোবাইল ফোন না ধরায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নোয়াখালীতে আ.লীগের সম্মেলন মঞ্চে হট্টগোল,ধাওয়া পাল্টা ধাওয়া

 

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বক্তৃতাকালে স্থানী ইউপি চেয়াম্যানের নাম না বলায় সম্মেলন মঞ্চে হট্রগোল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২ অক্টোবর) বেলা পৌনে ১২টার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ বছর পর রোববার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয় একই ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে। সম্মেলনে মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিক উল্যাহ বিএসসির ছেলে বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুলের নাম বক্তব্যে না বলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়মীলীগের সভাপতি জাহাঙ্গীর কবিরকে মঞ্চ থেকে নামিয়ে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর মারামারি হাতাহাতির কোনো সংবাদ কোনো সাংবাদিক প্রকাশ করলে তাকে দেখে নেওয়ার ও মামলা দেওয়ার হুমকি দেন। সাংবাদিকদের মারামারির ছবি ও ভিডিও ডিলেট করে দিতে বলেন। কিছুক্ষণ পরে পরিস্থিতি শান্ত হলে পুনরায় সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়।

এ বিষয়ে জানতে নোয়াখালী-১ আসনের (চাটখিল-সোনাইমুড়ী) সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির এবং মোহাম্মদুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কেউ ফোন রিসিভ করেন নি।

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর বলেন, কথাটা আসলে ভুল বুঝাবুঝি। এটা আসলে অন্য কিছু না। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিক উল্যাহ বিএসসি কে অনেক সম্মান করে। ঊরা আসলে বুঝতে ভুল করছে। ঊনি বলছে আতিক উল্যাহ বিএসসি যে দুর্গ গড়ে গেছে। পরবর্তীতে সে দুর্গে ভাটা পড়ছে। আমরা আবার ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সে দুর্গটাকে পুনুরুদ্ধার করছি। আসলে ঊনার ছেলে বাহালুল চেয়ারম্যান বিষয়টি বুঝে নাই। যার কারণে সে বলছে আরকি আমার বাবার বিরুদ্ধে কেন আপনি বিষেদাগার করছেন।

সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বলেছি যা হওয়ার নিজেদের মধ্যে হয়ে গেছে। এটা যেন ফেসবুকে কেউ না দেয়। আমি বলেছি ছবি গুলো কেউ যদি অনাকাঙ্খিত ভাবে তুলে ধরেন তা ডিলেট করে দিবেন। দলের ভিতর কথা কাটাকাটি হইতেয়ে পারে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে মঞ্চে থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা হয়নি। মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলার বিষয়ে তিনি বলেন,অতিরিক্ত গরমরে কারণে মঞ্চের পিছন থেকে ব্যানার খুলে ফেলা হয়।

এ সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগোর আহ্বায়ক কমিটির সদস্য ও চাটখিল উপজেলা আওয়মীলীগের প্রধান সমন্বয়ক নাছির উদ্দিন প্রমূখ।

কুমিল্লায় আ’লীগের বাঁধার মুখে বিএনপির সমাবেশ পন্ড, ধাওয়া পাল্টা ধাওয়া

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাসে আওয়ামী লীগের বাধার মুখে পণ্ড হয়েছে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচি। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তিতাস উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বন্দরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচি আনুযায়ী সকাল ৭টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে তিতাস উপজেলা সদরে আসতে থাকেন।

খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরসহ বিভিন্ন সড়কে অবস্থান নেন। এক পর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি নেতারা বন্দরামপুর এলাকা থেকে মিছিল বের করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করেন। এ সময় উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের নেতাদের দাবি এ ঘটনায় কেউ আহত হয়নি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান  বলেন, বিএনপি নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও আন্দোলনের ডাক দেয়। উপজেলা সদরে তাদের নেতাকর্মীরা জড়ো হওয়ার খবরে আমরা উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে অবস্থান নিই। এক পর্যায়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন মোল্লা  বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে বন্দরামপুর এলাকায় বিপরীত দিক থেকে আওয়ামী লীগ পাল্টা মিছিল বের করে। এ সময় আমাদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। তবে এ ঘটনায় আমাদের কোনো নেতাকর্মী আহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, গণতান্ত্রীক দেশে আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে আওয়ামী লীগ। এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।