Tag Archives: বিক্ষোভ

চৌদ্দগ্রামে এডভোকেট

চৌদ্দগ্রামে এডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ

চৌদ্দগ্রামে এডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ

বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম:

উগ্র হিন্দুত্ববাদ নিপাত যাক, জঙ্গিবাদ নিপাত যাক, ষড়যন্ত্র থেকে এ দেশ মুক্তি পাক এবং ইসকন নিষিদ্ধের স্লোগানে শহীদ এডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা ।

শুক্রবার দুপুরে বাদ জুমা (২৯নভেম্বর) বিক্ষোভ মিছিলটি পৌরসভা সদরের হায়দার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম বাজার এলাকায় প্রদক্ষিণ করে।

এ সময় বক্তারা মিছিল থেকে আইনজীবীকে হত্যার দ্রুত বিচার, ইস্কনকে জঙ্গি, দেশবিরোধী সংগঠন হিসেবে আখ্যায়িত করে সরকারের প্রতি সংগঠনটি নিষিদ্ধের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন লিয়াকত আলী সিকদার, নাসিম মিয়াজী, মোহাম্মদ মাহিম,হুমায়ুন কবির, ডাঃ শাহাদাত হোসেন, তানভীর হোসেন, আব্দুল হাকিম, মিজানুর রহমান, আব্দুল ওয়াদুদ, আব্দুর রহিম, মনির হোসেন প্রমুখ।

 

ফলাফল পরিবর্তনের দাবিতে

ফলাফল পরিবর্তনের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফলাফল পরিবর্তনের দাবিতে দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে তালা ঝুলিয়ে ফলাফল পরিবর্তন করে পাস ঘোষণার দাবি জানিয়েছে।

রোববার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে কুমিল্লা বোর্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বোর্ডের সামনে অবস্থান নেন এবং প্রধান ফটক আটকে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এসএসসিতে ভালো ফলাফল করলেও এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। সাতটি বিষয়ে পরীক্ষা দিলেও বাকী বিষয়গুলোর ফলাফল এসএসসির উপর ভিত্তি করে ম্যাপিং করা হয়েছে। শিক্ষার্থীরা চায়, সব বিষয়ের ফল ম্যাপিং করে তাদের পাস দেখানো হোক।

জানা গেছে, সম্প্রতি প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীরা সকাল থেকেই বোর্ডে জড়ো হন। তারা বোর্ডের সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে প্রতিবাদ করেন এবং নানা স্লোগান দেন। পরে বোর্ডের নিরাপত্তারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিছু শিক্ষার্থী বোর্ড চেয়ারম্যানের ভবনে গিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। শিক্ষার্থীদের একজন প্রতিনিধি বোর্ড চেয়ারম্যান ড. নিজামুল করিমের সঙ্গে দেখা করেন। চেয়ারম্যান তাদের লিখিত অভিযোগ মন্ত্রণালয়ে পাঠাবেন বলে আশ্বাস দেন।

তবে সেই আশ্বাসে অনেক শিক্ষার্থী সন্তুষ্ট না হয়ে তাৎক্ষণিকভাবে ফলাফল পরিবর্তনের দাবি জানান। বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা ফটকে অবস্থান করে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে বলেছি এবং তাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানাবো। কিন্তু তারা তা না শুনেই বোর্ডের সামনে বসে আছে। তারা সবাই আজই পাস চায়।’

যুক্তরাজ্যজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে লাখো মানুষের বিক্ষোভ

যুক্তরাজ্যজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে লাখো মানুষের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালাচ্ছে ইসরাইল। টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চালানো এই হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত নিহত হয়েছেন চার হাজারেরও বেশি ফিলিস্তিনি।

ইসরাইলি এ হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে রাজধানী লন্ডনসহ যুক্তরাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এদিন লন্ডনের পাশাপাশি বিক্ষোভ হয়েছে বার্মিংহাম, কার্ডিফ, বেলফাস্ট ও সালফোর্ডেও। কেবল লন্ডনের বিক্ষোভেই অংশ নিয়েছেন এক লাখ মানুষ। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, টানা দ্বিতীয় সপ্তাহের মতো লন্ডনে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভে অংশ নিয়েছেন লাখও মানুষ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের অনুমান, শনিবারে এ বিক্ষোভ ও পদযাত্রায় এক লাখ মানুষ অংশ নেন। পরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০নং ডাউনিং স্ট্রিটের কাছে সমাবেশের মাধ্যমে বিক্ষোভটি শেষ হয়।

বিবিসি বলছে, শনিবার লন্ডনের পাশাপাশি বার্মিংহাম, বেলফাস্ট, কার্ডিফ ও সালফোর্ডেও তুলনামূলক ছোট বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ইসরাইলি বোমা হামলায় এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, লন্ডনে শনিবার আয়োজিত বিক্ষোভে এক হাজারেরও বেশি কর্মকর্তা মোতায়েন ছিলেন। পরে আতশবাজি ব্যবহার, জন শৃঙ্খলায় বিঘ্ন ঘটানো এবং জরুরি পরিষেবা কর্মীকে লাঞ্ছনার সঙ্গে জড়িত অপরাধের জন্য লন্ডনে বিক্ষোভ থেকে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।

অন্যদিকে কার্ডিফে প্রায় এক হাজার বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা ও সমর্থনমূলক নানা প্ল্যাকার্ড নিয়ে ওয়েলস পার্লামেন্টের দিকে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিবিসি বলছে, বেশ কয়েকটি গ্রুপের আয়োজিত এই বিক্ষোভ থেকে ব্রিটিশ ও ওয়েলস সরকারকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালানো এবং পূর্ণ মানবিক সহায়তা পাঠানোর জন্য জোর দেওয়ার আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনি সলিডারিটি ক্যাম্পেইন কার্ডিফের ম্যাগি মরগান বলেছেন, ‘আমরা গাজার জনগণের প্রতি সংহতি প্রদর্শনের অংশ হিসাবে রাস্তায় নামছি, তাদের প্রতি আমরা আমাদের সমর্থন জানাতে চাই।’

গত ৭ অক্টোবর ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। এর পর থেকেই গাজায় বিমান হামলা চালানো শুরু করে ইসরাইলি বিমানবাহিনী। তাদের এ নির্বিচার হামলায় এখন পর্যন্ত চার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যাই এক হাজার ৫০০ জনের বেশি।

অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সতর্ক করে দিয়েছেন, চলমান এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করার হুমকি দিচ্ছে। ক্লিভারলি অবশ্য ইসরাইল এবং অধিকৃত অঞ্চলের ক্রমবর্ধমান সংকটকে ঘিরে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসাবে ইসরাইল, তুরস্ক এবং কাতার সফর করেছেন।

বিবিসি বলছে, শনিবার লন্ডনের বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীদের ফিলিস্তিনপন্থি নানা স্লোগান দিতে শোনা যায়। তাদের মধ্যে কেউ কেউ ইসরাইলসহ জর্ডান নদী এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী সব ভূমি ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণের দেওয়ার দাবি জানান।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন, ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিন একটি স্বাধীন দেশ হবে’ স্লোগানটির মাধ্যমে কার্যত ইসরাইলকে ‘ধ্বংস করার’ আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বেলফাস্টে বিবিসি নর্দার্ন আয়ারল্যান্ড সদর দপ্তরের বাইরে বিক্ষোভকারীরা বেশ বড় বিক্ষোভ করেছেন। পিপল বিফোর প্রফিট অ্যাসেম্বলির সদস্য গেরি ক্যারল বলেছেন, বিবিসি যেভাবে মধ্যপ্রাচ্যের চলমান এই সংঘাতের খবর প্রকাশ করেছে, সেটিকে ‘চ্যালেঞ্জ’ করাই তাদের লক্ষ্য।

অন্যদিকে স্যালফোর্ডে আয়োজিত বিক্ষোভটিও মিডিয়া সিটি কমপ্লেক্সের বাইরে অনুষ্ঠিত হয়। মূলত সেখানেই বিবিসির অফিস রয়েছে এবং বিক্ষোভকারীরা এ সময় গাজা যুদ্ধ নিয়ে বিবিসির বিভিন্ন প্রতিবেদনের সমালোচনা করেন।

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেবিদ্বারে বিক্ষোভ

দেবিদ্বার প্রতিনিধি :

মুক্তিকামী ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে দেবিদ্বারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমা নামাজের পর উপজেলার মোহাম্মদপুরে এই বিক্ষোভ হয়। এতে ওই এলাকার শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেছেন।

দেখা গেছে, মোহাম্মদপুর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ সামনে থেকে ভিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মোহাম্মদপুর মাদ্রাসা মার্কেটে এসে শেষ হয়। মিছিলে আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন পোস্টার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা। পরে মোহাম্মদপুর মাদ্রাসা মার্কেটের সামনে প্রতিবাদ সভা হয়।

বক্তারা বলেন, বায়তুল মুকাদ্দাস মুসলমানদের স্মৃতিবিজড়িত পবিত্র স্থান। সেখানে দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে।

সাংবাদিক মোঃ শাহজালাল ও আবুল হোসেনের সঞ্চালায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ্ ভূইয়া, অধ্যাপক শহিদুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, মাওলানা আবদুস ছামাদ, মাওলানা মাহফুজুর রহমান,মাওলানা তানভীরুল ইসলাম খান,মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।

জামাল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে স্থানীয় যুবলীগ। মঙ্গলবার(১৩) দুপুরে গৌরীপুর-হোমনা সড়কের দাউদকান্দির গৌরীপুর গোমতি সেতু উত্তরপাড় এক কিলোমিটার জুড়ে এ মানববন্ধনে কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারী বিক্ষোব্দ লোকজন মহাসড়কের সেতু এলাকা থেকে দরিকান্দি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা ঘন্টাব্যাপি অবরোধ করে রাখেন।

পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্যে নিহতের ভাই ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন বলেন, আমরা এদেশে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খুনীর ছেলে মেয়েরা কিলার দিয়ে আমার ভাইকে হত্যা করেছে। খুনিরা বাহিরে থেকে এখন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। তাই ধরাছোঁয়ার বাইরে থাকা হত্যার পরিকল্পনাকারী মুলহোতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওয়াতায় আনার দাবী জানাচ্ছি। এছাড়া বক্তব্য রাখেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুরুন নবী, শামছুল আলম চেয়ারম্যান, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজম সরকার, ওমর ফারুক, সহসভপতি আমির হোসেন, মুকবুল হোসেন, কবির হোসেন ও নিপা মেম্বার প্রমূখ।

উল্লেখ্য গত ৩০ এপ্রিল রাতে দাউদকান্দির গৌরীপুর বাজারে বোরকা পরা তিন দুবৃত্তের গুলিতে নিহত হন যুবলীগ নেতা জামাল হোসেন।